ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:০০, ১৫ আগস্ট ২০১৭

শ্রীপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিউনিটি ক্লিনিকগুলো। প্রান্তিক এলাকার চিকিৎসার অন্যতম ভরসা এ কমিউনিটি ক্লিনিক। দেশের কমিউনিটি ক্লিনিকের সক্ষমতা বাড়াতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও প্রশাসনের যৌথ প্রয়াস দরকার। স্থানীয় জনগণের গঠনমূলক সহায়তার মাধ্যমে তৃণমূলে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সক্ষম হবে। সোমবার শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে এসে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারহানা মান্নান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার, সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, প্ল্যান বাংলাদেশ গাজীপুরের প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোবারক হেসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
×