ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুচ্ছ ঘটনায় হামলা

মংলা-ঘষিয়াখালী কার্গো চলাচল বন্ধ

প্রকাশিত: ০৫:৪৪, ১৪ আগস্ট ২০১৭

মংলা-ঘষিয়াখালী কার্গো চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মংলা, ১৩ আগস্ট ॥ তুচ্ছ ঘটনায় হামলার পর মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌরুটে রবিবার সকাল থেকে বন্ধ রয়েছে সব কার্গো জাহাজ চলাচল। এ বিষয়ে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাৎ হোসেন বলেন, শনিবার ভারত থেকে সিমেন্টের কাঁচামাল নিয়ে এমভি গালফ-৭ নামে একটি কার্গো জাহাজ ঘষিয়াখালী চ্যানেলে ঢোকে। জাহাজটি রামপালের ওই এলাকায় নদী ড্রেজিংয়ের কাজে নিয়োজিত ‘মাতৃ বাংলা’ ড্রেজারের গা ঘেঁষে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই ড্রেজারের লোকজন কার্গো জাহাজে হামলা চালায় এবং ভাংচুর করে। তিনি দাবি করেন, এ ঘটনায় কার্গো জাহাজের সরকারী পাইলট ও বাংলাদেশ পাইলট ইউনিয়নের সেক্রেটারি সজল মল্লিক (৪০) ও কার্গো মাস্টার হাজী মোহাম্মদ আজগর আলীসহ (৫৫) কার্গোর পাঁচ নাবিক গুরুতর আহত হয়েছেন। এ কারণে রবিবার সকাল থেকে ভয়ে কোন কার্গো এ রুট দিয়ে চালাতে চাচ্ছেন না মাস্টার-পাইলটরা। তাই বন্ধ রয়েছে কার্গো চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কার্গো জাহাজগুলো মংলা ও ঘষিয়াখালী নদীতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে।
×