ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ঢাকা-দিল্লী নতুন মাএা নিয়ে গেছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

প্রকাশিত: ০৮:০১, ১২ আগস্ট ২০১৭

‘ঢাকা-দিল্লী নতুন মাএা নিয়ে গেছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা-দিল্লী সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের নতুন পর্যায়ে নিয়ে গেছেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী শুক্রবার ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। খবর বাসসর। বাংলাদেশের হাইকমিশনার গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা উল্লেখ করে বলেন, অত্যন্ত সফল ওই সফরকালে দু’দেশের মধ্যে ১১টি চুক্তি ও ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে নিরাপত্তা, বাণিজ্য, কানেক্টিভিটি, জ্বালানি, বেসামরিক পরমাণু চুক্তি, প্রতিরক্ষা এবং নতুন বাস ও ট্রেন সার্ভিস চালুসহ দ্বিপক্ষীয় সহযোগিতার সকল ক্ষেত্র পরিবেষ্টন করা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে বিশেষ উল্লেখ করে মুয়াজ্জেম আলী বলেন, প্রতিরক্ষা খাতে ৫শ’ মিলিয়ন মার্কিন ডলারের ঋণসহ নতুন পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় ঋণ বাংলাদেশ কাজে লাগাবে।
×