ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে পিকআপ- বাস সংঘর্ষে নিহত দুই

প্রকাশিত: ০৬:০৬, ১১ আগস্ট ২০১৭

নাটোরে পিকআপ- বাস সংঘর্ষে নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ আগস্ট ॥ নাটোরের একডালায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ ভ্যানের হেলপার ও এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেনÑ রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ডিম ব্যবসায়ী রেজাউল ইসলাম ও পিকআপ ভ্যানের হেলপার রাজন আহমেদ। চাঁদপুরে কৃষক নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের দেবপুর এলাকায় যাত্রীবাহী বাস হিলশা পরিবহনের চাপায় মামুন পাটওয়ারী (৪৫) নামে কৃষক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় দেবপুর হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন পাটওয়ারী জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদি (দক্ষিণ) ইউনিয়নের করবন্দ গ্রামের পাটওয়ারী বাড়ির আবদুল বারেক পাটওয়ারীর ছেলে। সে পেশায় একজন কৃষক। প্রত্যক্ষদর্শী দেবপুর বাজারের ব্যবসায়ী শুক্কুর আলম বেপারী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হিলশা পরিবহনের বাসটি চাঁদপুরের উদ্দেশে যাচ্ছিল। ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাত হয়ে পড়ে যায়। এ সময় পথচারী কৃষক মামুন পাটওয়ারী সড়কের পাশে থাকা গাছের গুঁড়ির সঙ্গে বাসটির একটি অংশ চাপা দেয়।
×