ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অধরা যশোরের সেই ১৪ মাদক বিক্রেতা

প্রকাশিত: ০৬:০৩, ১১ আগস্ট ২০১৭

অধরা যশোরের সেই ১৪ মাদক বিক্রেতা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আড়াই মাস আগে যশোর পুলিশ জেলার শীর্ষ ১৪ মাদক বিক্রেতাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। কিন্তু এসব মাদক বিক্রেতা অধরাই থেকে গেছে। তাদের ধরিয়ে দিতে পুলিশের আহবানে সাড়া দেয়নি জনগণ। পুলিশও শীর্ষ মাদক বিক্রেতা আটক করতে পারেনি। অথচ প্রতিদিন ছিঁচকে মাদক বিক্রেতা, উদ্ধার ও মাদকসেবনকারী আটক হলেও পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক বিক্রেতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। গত বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, শীর্ষ মাদক বিক্রেতাদের পোস্টার প্রকাশ করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কিন্তু কেউ মাদক বিক্রেতাদের ধরিয়ে দিয়ে পুরস্কার জিততে পারেনি। যে কেউ মাদক বিক্রেতাদের ধরিয়ে দিলে ঘোষণা অনুযায়ী পুরস্কৃত করা হবে। পোস্টারের শীর্ষ মাদক বিক্রেতার অনেকে কৌশলে অন্য জেলায় গিয়ে সাজানো মামলার আসামি হয়ে আদালত থেকে জামিন নিয়ে নেয়। পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, পুরস্কার ঘোষিত কাউকে যশোরের পুলিশ আটক করতে পেরেছে কিনা সেটা আমার জানা নেই। গত ২৪ মে প্রেসক্লাব যশোর মিলনায়তনে মাদক, সন্ত্রাসী ও জঙ্গীবাদ নির্মূলে যশোর জেলা পুলিশের এক শ’ দিনের কর্মসূচী সম্পন্ন ও ১০১ দিনের কর্মসূচী ঘোষণা উপলক্ষে প্রেসব্রিফিং পুলিশ সুপার আনিসুর রহমান যশোরের শীর্ষ ১৪ মাদক বিক্রেতা ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা ও পোস্টার প্রকাশ করেন। শীর্ষ মাদক বিক্রেতাদের সন্ধানদাতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেয়ার ঘোষণা করা হয়।
×