ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩

প্রকাশিত: ০৫:০৮, ১০ আগস্ট ২০১৭

চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের প্রত্যন্ত পাবর্ত্য এলাকায় ৭ দশমিক শূন্য মাত্রার এক ভূমিকম্পে ছয় পর্যটকসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। সিনহুয়া। মঙ্গলবার রাতের এই ভূমিকম্পে আরও ১৭৫ জন আহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে সিচুয়ান প্রাদেশিক সরকার ও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিক¤পটির মাত্রা ৭ দশমিক শূন্য বলে নিশ্চিত করেছে। ইউএসজিএস এর তথ্য মতে, সিচুয়ানের গুয়ানগিয়ুয়ান শহর থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জনবিরল এলাকায় ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিক¤পটির উৎপত্তি। সিচুয়ানের ভূমিক¤প প্রশাসন জানিয়েছে, ভূমিক¤পটির উপকেন্দ্রটি ছিল নগাওয়া এলাকায়। এলাকাটিতে প্রধানত তিব্বতীয় নৃগোষ্ঠীর বসবাস, এদের অনেকে যাযাবর পশুপালক। স্থানটি জনপ্রিয় পর্যটন এলাকা জুঝাইগু সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের কাছে। ভূমিক¤েপর পর ভূমিধসে জুঝাইগুতে ১০০ পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছে সিচুয়ানের প্রাদেশিক সরকার।
×