ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন কলেজছাত্রী ও এক শিশুসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রকাশিত: ০৫:৫১, ৮ আগস্ট ২০১৭

তিন কলেজছাত্রী ও এক শিশুসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্রীসহ ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় ৭ জন ও প্রাইভেটকার খাদে পড়ে একজন এবং রাজশাহীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছে এক শিশু। সোমবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টারদের। জানা গেছে, কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় সোমবার এখানে তিন কলেজছাত্রীসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলোÑ গাজীপুর সদর উপজেলার ভাওরাইদ এলাকার ফরহাদ হোসেনের মেয়ে ফারহানা আক্তার শিখা, একই জেলার গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টারবাড়ি এলাকার মোঃ শাহজাহান মিয়ার মেয়ে সাথী আক্তার রিমি ও উত্তর সালনা এলাকার গিয়াস উদ্দীনের মেয়ে খাদিজা আক্তার। তারা গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। এদিকে একইদিন অপর দুটি পৃথক দুর্ঘটনায় এক গ্যারেজ কর্মচারীসহ দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে। নাওজোর হাইওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, বেলা আড়াইটার দিকে যাত্রী নিয়ে একটি লেগুনা বেপরোয়া গতিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় লেগুনাচালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চান্দনা চৌরাস্তাগামী অপর একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনা আরোহী দুই কলেজ ছাত্রীসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত এবং অপর ৯ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক আরও এক কলেজছাত্রীসহ দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে প্রেরণ করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। নিহত ওই তিন ছাত্রী ক্লাস শেষে বাড়ি ফিরছিল। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ওই দুর্ঘটনায় আহত গাজীপুর সিটি কর্পোরেশনের ভুরুলিয়ার ছায়াতরু এলাকার মোঃ শহীদুল ইসলাম (২৬), সালনা এলাকার মোঃ গিয়াস উদ্দিন (৩০), দক্ষিণ খাইলকৈর এলাকার রেজাউল হক (৪০), গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এলাকার মোঃ শরীফুল ইসলাম (২২) এবং হোতাপাড়া এলাকার মোঃ মামুনসহ (২২) অজ্ঞাত এক যুবক (৩৫) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। হতাহত বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে একইদিন সকালে মুরগির খাঁচাবাহী পিকআপচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপের ওপর থেকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই হেলপার শাহ আলম নিহত এবং ও সালাউদ্দিন (২৪) আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই মোঃ হারুন অর রশীদ জানান, ঢাকার আশুলিয়া থানা এলাকার নরসিংহপুরের ইউসুফ মার্কেটের ফখরুল ইসলামের গ্যারেজে একটি প্রাইভেটকার মেরামত করা হয়। পরে পরীক্ষা করার (ট্রায়াল) জন্য কারটিকে নিয়ে আরাফাত, জুয়েল ও বাবু মিয়া নামের তিন কর্মচারী সোমবার সকালে ওই গ্যারেজ থেকে বের হয়। তারা পার্শ্ববর্তী গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর সড়ক পথে চালিয়ে যাওয়ার সময় কাশিমপুরের সুরাবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে প্রাইভেটকারটি আরোহীসহ সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। এলাকাবাসী এগিয়ে এসে তাৎক্ষণিকভাবে দুইজনকে আহতাবস্থায় ওই গাড়ি থেকে উদ্ধার করতে পারলেও অপর আরোহী ওই গ্যারেজের হেলপার আরাফাতের খোঁজ পায়নি। প্রায় পৌনে এক ঘণ্টা তল্লাশির পর পানির নিচে গাড়িতে আটকে থাকা আরাফাতকে উদ্ধার করে। তাদের স্থানীয় জামগড়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। নিহত আরাফাত হোসেন (২০) গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মন্নুনগর এলাকার আবদুর রবের ছেলে। রাজশাহী রাজশাহীর গোদাগাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সাদিকা খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার গোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাদিকা স্থানীয় মঠবাড়ি গ্রামের সোরাব আলীর মেয়ে। সোনাদীঘি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়াশোনা করত সে। সকালে স্কুল যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, শিশু সাদিয়া মহাসড়কের পাশ ধরেই হাঁটছিল। কিন্তু চাঁপাইনবাবগঞ্জমুখী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
×