ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনসংখ্যা নিয়ন্ত্রণে সর্বোচ্চ আন্তরিকতা স্বচ্ছতা চাই ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৪, ৭ আগস্ট ২০১৭

জনসংখ্যা নিয়ন্ত্রণে সর্বোচ্চ আন্তরিকতা স্বচ্ছতা চাই ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ২০২০ সালের মধ্যে সার্বিক প্রজনন হার দুই-এ নামানোর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পরিবার পরিকল্পনা অধিদফতরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজে আরও গতিশীলতা আনার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রমে সর্বোচ্চ আন্তরিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি থেকে সকলকে মুক্ত থাকতে হবে। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবার পরিকল্পনা অধিদফতরের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন। সভায় অন্যদের মাঝে চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদফরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ারসহ মন্ত্রণালয় ও অধিদফতরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের দূরদর্শী ও কার্যকর পরিকল্পনার ফলে সাম্প্রতিক সময়ে পরিবার পরিকল্পনার কার্যক্রমে সফলতা এলেও কিছু অঞ্চলে কাক্সিক্ষত সাফল্য আসেনি। সরকার সেই সব দুর্বল অঞ্চলগুলো চিহ্নিত করে বিশেষ নজর দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শীঘ্রই মাঠপর্যায়ের কার্যক্রমকে জোরদার করতে পরিবার পরিকল্পনায় প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়াসহ কর্মকর্তাদের পদোন্নতির জটিলতা দ্রুত নিরসনের জন্যও এ সময় তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
×