ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেতা কর্মীদের কাদের

শোকের নামে চাঁদাবাজি করবেন না'

প্রকাশিত: ০৭:৪৩, ৬ আগস্ট ২০১৭

শোকের নামে চাঁদাবাজি করবেন না'

স্টাফ রিপোর্টার ॥ শোক দিবসকে কেন্দ্র করে শোকের নামে কোন প্রকার চাঁদাবাজি না করতে ও অপকর্ম থেকে বিরত থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বিকেলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত নাগরিক শোক র‌্যালিপূর্ব বক্তব্যে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শোক দিবসকে কেন্দ্র করে কোন চাঁদাবাজি চলবে না। নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা যদি অপকর্ম না করে জনগণকে আস্থায় রাখেন, জনগণের সঙ্গে ভাল আচরণ করেন, তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। তাই শোক দিবসে অপকর্ম থেকে বিরত থাকবেন। শোককে শক্তিতে পরিণত করে মানুষের পাশে থাকবেন তবেই শোক দিবস তাৎপর্যপূর্ণ হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশে এখনও ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্র চলছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য। আমাদের শপথ নিতে হবে শোক দিবস থেকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখার। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ আছে কোন অপশক্তি তাকে দমন করতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগ চাঙ্গা আছে, এমন চাঙ্গা ভবিষ্যতেও থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির যে সংগ্রাম এগিয়ে চলছে তাও সফল পরিণতি পাবে। তিনি দলীয় নেতাকর্মীদের শোক দিবস সঠিকভাবে পালনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোঃ বিলাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান প্রমুখ। বক্তব্য শেষে একটি শোকর‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সিটি কর্পোরেশনের সামনে থেকে গুলিস্তানের গোলাপ শাহ মাজার, বঙ্গবন্ধু এভিনিউ, জিপিও, পল্টন মোড়, তোপখানা রোড, প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেয়।
×