ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় সাত মাসে ১৮ লাশ ॥ উদ্বিগ্ন এলাকাবাসী

প্রকাশিত: ০৪:১১, ৬ আগস্ট ২০১৭

পটিয়ায় সাত মাসে ১৮ লাশ ॥ উদ্বিগ্ন  এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৫ আগস্ট ॥ একের পর এক খুন, মদ ও ইয়াবা কারবার, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, জবরদখলসহ বিভিন্ন কারণে পটিয়ার আইনশৃঙ্খলা দিন দিন অবনতি হচ্ছে। চলতি বছরের সাত মাসে প্রজন্মলীগ নেতা মোঃ বাহাদুর হত্যাসহ কয়েকটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে। বাহাদুর প্রজন্মলীগ পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের সভাপতি ছিলেন। পুলিশ খুনি ও অপরাধীদের গ্রেফতার করতে রীতিমতো ব্যর্থ। যার কারণে প্রতিদিন উপজেলার কোন না কোন ইউনিয়নে কিংবা পৌর সদরে মারামারি, জায়গা দখল-বেদখল ছাড়াও প্রকাশ্যে ও গোপনে চলছে ইয়াবার রমরমা কারবার। পুলিশ এ পর্যন্ত পৌর সদর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১৮টি লাশ উদ্ধার করেছে।তার মধ্যে সন্ত্রাসীদের হাতে খুন, আত্মহত্যা ও কয়েকটি রহস্যজনক লাশ পাওয়া গেছে।সর্বশেষ গত বৃহস্পতিবার একদিনে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন ও কেলিশহর ইউনিয়নের শান্তি নিকেতন এলাকা থেকে পুলিশ দুটি লাশ উদ্ধার করে।
×