ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্য সংঘাতের সমাধান নাও হতে পারে ॥ কুশনার

প্রকাশিত: ০৩:২৯, ৪ আগস্ট ২০১৭

মধ্যপ্রাচ্য সংঘাতের সমাধান  নাও হতে পারে ॥ কুশনার

অনানুষ্ঠানিক এক আলাপচারিতায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ইন্টার্নদের সোমবার জেরাড কুশনার বলেছেন, ‘ইসরাইল ও ফিলিস্তিন নিয়ে তার কূটনৈতিক চেষ্টার কথা এখনও গণমাধ্যমে প্রকাশিত না হওয়ায় তিনি গর্ববোধ করছেন।’ মধ্যপ্রাচ্যের সংঘাতময় দুটি রাষ্ট্র নিয়ে কুশনারের এ ব্যক্তিগত মনোভাব তখন রেকর্ড করা হয়েছিল। পরবর্তী সময়ে তা একটি ম্যাগাজিনের কাছে হস্তান্তর করা হয়। বুধবার তার সেই কথাবার্তার আংশিক প্রকাশ করেছে ম্যাগাজিনটি। এতে হোয়াইট হাউস ক্ষোভ প্রকাশ করেছে। খবর জেরুজালেম পোস্টের। কুশনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন। পূর্বসূরিদের বিষয়ে তিনি বিনয়ী থাকলেও দেশ দুটির দীর্ঘ সংঘাতের ইতিহাস নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন। কুশনার ওই ইন্টার্ন গ্রুপটিকে বলেন, পুরোপুরি না, তবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গত ৪০-৫০ বছরে প্রচুর কাজ করা হয়েছে। সেদিক বিবেচনায় আমরা আলাদা করে এমন কি প্রস্তাব করতে পারি, তা আমাদের জানা নাই। তিনি আরও বলেন, এ পর্যন্ত যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন, তাদের প্রত্যেকেরই কোন কোন দিক থেকে বিশেষ ও আলাদা বৈশিষ্ট্য ছিল। এখন আরেকবার তাদের রেখে যাওয়া যুক্তিযুক্ত পথে আমরা এগিয়ে যেতে চাই। আমরা এ সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের কথা ভাবছি। দুপক্ষের সঙ্গেই কাজ করার চেষ্টা করছি। দেখার চেষ্টা করছি, এখানে কোন শান্তিপূর্ণ সমাধান বের করতে পারি কিনা। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় নিজের কৌশল নিয়ে কুশনার এতদিন নীরবতা পালন করে যাচ্ছিলেন। অনেকটা গণমাধ্যমের আড়ালেই তিনি সবকিছু করতে চাচ্ছিলেন। ইন্টার্ন গ্রুপটিকে তিনি বলেন, আমার লক্ষ্য হচ্ছে দুপক্ষের মধ্যে নিজের প্রতি আস্থা তৈরি করা। আমি সব কাজ নীরবে ও সংগোপনে করে যেতে চাই। কুশনার বলেন, কোন সমাধান হয়তো কোনদিন বের হবে না। কিন্তু সমস্যা হলো, মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনার বিষয়টি সবার সামনে নিয়ে আসতে চাচ্ছেন প্রেসিডেন্ট।
×