ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ০৫:৫৮, ৩ আগস্ট ২০১৭

পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থান-পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে ১ হাজার ২৩৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের তুলনায় ১ কোটি ৩৫ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে এক হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২, কমেছে ১৫৫ এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ লঙ্কাবাংলা ফাইন্যান্স, সি এ্যান্ড এ টেক্সটাইল, সাইফ পাওয়ার টেক, তুং হাই নিটিং, ফু-ওয়াং ফুড, সিটি ব্যাংক, বিবিএস কেবল, আইএফআইসি, মার্কেন্টাইল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং ওয়ান ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ রূপালী ব্যাংক, আরডি ফুড, গ্রামীণ স্কীম ২, তুং হাই নিটিং, এবি ব্যাংক, আইএফআইসি, সি এ্যান্ড এ টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, গোল্ডেন সন ও এসআইবিএল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ সিনো বাংলা, ইসলামিক ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, বাটা স্যু, সাউথইস্ট মিউচুয়াল ফান্ড, উত্তরা ফিন্যান্স, লিগ্যাসি ফুটওয়ার, লঙ্কাবাংলা ফাইনান্স, ডেফোডিল কম্পিউটার ও সাভার রিফ্যাক্টরিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৭৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪, কমেছে ১২১ এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ আরএকে সিরামিক, বিবিএস কেবল, ফু-ওয়াং ফুড, সাইফ পাওয়ার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, সি এ্যান্ড এ টেক্সটাইল, আইএফআইসি, আরডি ফুড ও ন্যাশনাল ব্যাংক।
×