ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদিতে শিয়াবিরোধী অভিযান, গোলাগুলি ॥ বাংলাদেশীসহ নিহত ৪

প্রকাশিত: ০৫:১৬, ২ আগস্ট ২০১৭

সৌদিতে শিয়াবিরোধী অভিযান, গোলাগুলি ॥ বাংলাদেশীসহ  নিহত ৪

বিডিনিউজ ॥ সৌদি আরবে নিরাপত্তা বাহিনী ও শিয়া বিদ্রোহীদের মধ্যে গোলাগুলিতে এক বাংলাদেশীসহ চার প্রবাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ শিয়া অধ্যুষিত কাতিফের আওয়ামিয়াহ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটলেও সোমবার নিহতের পরিচয় জানা গেছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম জানান, নিহত মোহাম্মদ আলমগীর হোসাইন (৪৭) চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর গ্রামের মোজাফফর খানের ছেলে। ওই ঘটনায় নিহতদের মধ্যে দুজন পাকিস্তানী ও একজন ভারতীয় রয়েছে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়। নিহতদের লাশ দাম্মাম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রয়েছে। ওই অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ দূতাবাসের আইন সহায়তাকারী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বলেন, ‘কাতিফে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের দ্রুত এলাকা ছেড়ে অন্যত্র সরে যাওয়ার কথা বলা হয়েছে।’ রবিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ বিদেশী নাগরিককে আটক করা হলেও তাদের কোন সংশ্লিষ্টতার প্রমাণ না হওয়ায় ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান। ফয়সাল আরও বলেন, রবিবারও কাতিফ ঘুরে দেখা গেছে, সেখানকার থানা ভবন সৌদি এলিট ফোর্স ঘিরে আছে। ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে জেনেছি, ওই এলাকা নিয়ন্ত্রণের জন্য ৫ হাজার স্পেশাল ফোর্সের সেনা আনা হয়েছে। সরকারীভাবে মাসুরার পাশে শিয়া সমর্থক অধ্যুষিত আওয়ামিয়াহ এলাকার ১১টি মহল্লা থেকে সবাইকে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। তাদেরকে সরকারীভাবে অন্য জায়গায় বাসস্থান দেয়ার কথা বলা হয়েছে।
×