ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে হবে ॥মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ০৪:৫৮, ২ আগস্ট ২০১৭

মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে হবে ॥মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ১ আগস্ট ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনের হবে। যাতে একশ’ বছর পরও মানুষ চিনতে পারে। এ মুক্তিযোদ্ধাদের প্রতিটি কবরের বাজেট ২ লাখ টাকা, তিনি আরও বলেন আজ থেকে অতীতের সব মুক্তিযোদ্ধার আমাদের কাছ থেকে যত রকম সনদ, সার্টিফিকেট দেয়া হয়েছে তা বাতিল করা হলো, আপনাদের সকল তথ্য ওয়েবসাইটে দেয়া আছে। আমাদের কাছে প্রত্যয়নপত্র নিতে আর যাওয়া লাগবে না, আপনার নম্বর দিলেই সকল তথ্য পেয়ে যাবেন। মঙ্গলবার নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে কমপ্লেক্সের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায়, প্রকল্প পরিচালক ড. মইনুল হক আনসারি, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমুখ উপস্থিত ছিলেন। গনপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ১ কোটি ৩৯ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে নড়াইলে শহরের রুপগঞ্জ এলাকায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ৮.২৫ শতাংশ নিজস্ব জমির ওপর তিন তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপেক্স ভবন নির্মাণ করা হয়েছে।
×