ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খেলায় পরাজয়ের জেরে হামলা ॥ আহত ১৫

প্রকাশিত: ০৬:১৬, ২৯ জুলাই ২০১৭

খেলায় পরাজয়ের জেরে হামলা ॥ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৮ জুলাই ॥ গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় পরাজিত হয়ে নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বী পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা করেছে। এ সময় বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় ছাত্রদের পিটিয়ে প্রায় ১৫ জনকে গুরুতর আহত করেছে। আহতদের মধ্যে ৫ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ফাইনাল ফুটবল খেলা শুক্রবার বিকেলে নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয় বনাম বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় অংশ নেয়। ৯০ মিনিটের খেলায় উভয় দল সমান থাকায় টাইব্রেকারে পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয় দল ৪-৩ গোলে বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে। খেলা শেষে পরাজিত দলের খেলোয়াড় দশম শ্রেণীর ছাত্র তায়েফ সরদারের নেতৃত্বে ২০-২৫ জন মিলে অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়ী দলের খেলোয়াড়দের ওপর হামলা করে। এ ঘটনায় পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয় দলের আঃ রব, রবিন, ইব্রাহিম, রফিক, সাগর, হাবিব খানসহ ১৫ জন আহত হয়। হামলাকারীরা খেলোয়াড়দের লোকজন থেকে কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয়। আহতদের মধ্যে আঃ রব, রবিন, রাকিব হোসেন, সাগর মিয়া ও ইব্রাহিমকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত খেলোয়াড় সাগর মিয়া বলেন, আমরা খেলায় বিজয়ী হওয়াতে আমাদের মারপিট করে আহত করেছে এবং আমাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাস বলেন, আমাদের স্কুলের ছাত্ররা বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের পরাজিত করে খেলায় বিজয়ী হওয়াতে আমাদের খেলোয়াড়দের ওপর হামলা করে ১৫ জনকে আহত করেছে। বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন বলেন, খেলা শেষে মাঠে দক্ষিণ পাশে উপসী স্কুলের একজন গোলকিপার বলেছে যে আমরাও অনেকবার জিতেছি। তোমরা এত লাফালাফি কর কেন? এ কথা বলার পর তাকে পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা ঘুষি দেয়াকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে তাৎক্ষণিক দশম শ্রেণীর ছাত্র তায়েফ সরদারকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
×