ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

তৃতীয় লিঙ্গের স্থান হবে না মার্কিন সেনাবাহিনীতে

প্রকাশিত: ০৫:৪৬, ২৮ জুলাই ২০১৭

তৃতীয় লিঙ্গের স্থান হবে না মার্কিন সেনাবাহিনীতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের লোকজন থাকতে পারবেন না। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় প্রশাসন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের অন্তর্ভুক্ত করার নীতি নিয়েছিল। বিবিসি। এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং এ কারণে ‘ডাক্তারি খরচ ও কাজে বিঘœও’ ঘটছে। ট্রাম্পের এমন পদক্ষেপে ওবামা প্রশাসনের আরেকটি নীতি বদলে গেল। ট্রাম্প ক্ষমতার আসার পর ওই নীতি ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। ট্রাম্প বলেছেন, ‘আমাদের সামরিক চূড়ান্ত লক্ষ্য থাকতে হবে বাহিনীকে যুদ্ধ জয়ের দিকে। সেদিকে দৃষ্টি রেখেই তাদের এগিয়ে যেতে হবে। তাদের ওপর বিপুল ডাক্তারী খরচের বোঝা কিংবা তাদের কাজে কোন বিঘœ ঘটতে দেয়া যায় না।’ কোন কোন রিপাবলিকান কংগ্রেস সদস্যও সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের কাজ করার বিরোধিতা করেছেন। সেনা বাহিনীর ১২ লাখ সক্রিয় সদস্যের মধ্যে ২ হাজার ৪৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষ আছেন।
×