ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ মাছ চাষে মালয়েশিয়ার চেয়ে অনেক এগিয়ে’

প্রকাশিত: ০৮:৩২, ২১ জুলাই ২০১৭

‘বাংলাদেশ মাছ চাষে মালয়েশিয়ার চেয়ে অনেক এগিয়ে’

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বৈচিত্র্যময় মৎস্য চাষে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। উন্নত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে মালয়েশিয়া আমাদের তুলনায় অনেক এগিয়ে থাকলেও এখানকার ঘেরে নানা ধরনের মৎস্য চাষ, একই ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ এমনকি ধানক্ষেতেও মাছ চাষের সাফল্য অভাবনীয়। কক্সবাজার সফররত মালয়েশিয়ার তেরেঙ্গানো বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের দলনেতা, স্কুল অব ফিশারিজ এ্যান্ড একোয়া কালচার বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ ফজলুল হিসাম বিন আবদুল আজিজ এ মন্তব্য করেন। ড. হিসাম বলেন, আমরা (মালয়েশিয়া) মৎস্য খাতে এখনও পরনির্ভরশীল। কিন্তু বাংলাদেশ শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, বিশ্বের চতুর্থ বৃহত্তম মৎস্য উৎপাদনকারী দেশ। তিনি বলেন, আমরা ভ্রাতৃত্বপ্রতীম এ দেশ থেকে শিখতে এসেছি। ইতোমধ্যে আমাদের ছাত্ররা বিভিন্ন মাছের চাষ ও কাঁকড়া চাষের বিষয়ে মাঠপর্যায়ে এবং ল্যাবরেটরিতে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছে।
×