ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাইম এশিয়া ভার্সিটির বি ফার্ম ও এমফার্ম শিক্ষার্থীদের নবীনবরণ

প্রকাশিত: ০৫:৫৬, ২০ জুলাই ২০১৭

প্রাইম এশিয়া ভার্সিটির বি ফার্ম ও এমফার্ম শিক্ষার্থীদের নবীনবরণ

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বি ফার্ম এবং এম ফার্ম এর সামার সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গত ১৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। তিনি নবাগত শিক্ষার্থীদের প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। -বিজ্ঞপ্তি বিরল সিংহ চেক রিপাবলিকের ভোরেক গ্রামের একটি ব্যক্তিগত চিড়িয়াখানায় একটি সাদা সিংহী এগারো সপ্তাহ আগে এই শাবকগুলো জন্ম দিয়েছে। এই সাদা সিংহ অত্যন্ত বিরল। চেক রিপাবলিক ও সেøাভাকিয়ায় এই সাদা সিংহ আর নেই। ছবিটি বুধবার তোলা। -এএফপি রেণু আহরণের চেষ্টা জার্মানিতে এখন গ্রীষ্মকাল চলছে। দেশটির তাপমাত্রা এখন ৩০ ডিগ্রীর কাছাকাছি। এ সময় দেশটিতে সূর্যমুখী জাতীয় ফুল ফোটে। জার্মানির দক্ষিণাঞ্চলের বেভারিয়ান গ্রামের এক মাঠে ফোটা সূর্যমুখী ফুলে প্রজাতির রেণু আহরণের চেষ্টা। ছবিটি বুধবার তোলা। -এএফপি
×