ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

প্রকাশিত: ০৭:৪৪, ১৯ জুলাই ২০১৭

মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে চলমান মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার ব্রিস্টলে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্বাগতিকরা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২ উইকেটে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলকে হারিয়ে এ গৌরব অর্জন করে। টস জিতে প্রথম ব্যাট করে প্রোটিয়া মেয়েরা ৬ উইকেটে ২১৮ রানের মামুলী সংগ্রহ গড়ে। ওপেনার লরা ওলভার্ট ১০০ বলে ৮ চারে ৬৬ এবং মিগনোন ডু প্রিজ ৯৫ বলে ৫ চারে অপরাজিত ৭৬ রান করেন। জবাবে খেলতে নেমে ৪২ রানের উদ্বোধনী জুটির পর মাত্র ২ উইকেট হারিয়েই ১৩৯ রান তুলে ফেলেছিল ইংলিশ মেয়েরা। তবে এরপর দ্রুতগতিতে উইকেট খুঁইয়ে হারের শঙ্কায় পড়ে তারা। তবে শেষ ওভারে ২ বল হাতে রেখে ৮ উইকেটে ২২১ রান তুলে বিজয় ছিনিয়ে নেয় তারা। অধিনায়ক সারাহ টেইলর ৭৬ বলে ৭ চারে সর্বোচ্চ ৫৪, হিদার নাইট ও ফ্রান উইলসন উভয়ে ৩০ রান করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা মহিলা দল ইনিংস- ২১৮/৬; ৫০ ওভার (মিগনোন ৭৬*, ওলভার্ট ৬৬, নিকার্ক ২৭; হিদার ১/৮, স্কিভার ১/২৫)। ইংল্যান্ড মহিলা দল ইনিংস- ২২১/৮; ৪৯.৪ ওভার (সারাহ ৫৪, হিদার ৩০, ফ্রান ৩০, জেনি ২৭*; লুস ২/২৪, খাকা ২/২৮)। ফল ॥ ইংল্যান্ড মহিলা দল ২ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ সারাহ টেইলর (ইংল্যান্ড মহিলা দল)।
×