ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনা প্রতিনিধি দলের সঙ্গে চউকের সভা

কর্ণফুলী টানেল নির্মাণ কাজ শুরু আগামী মাসেই

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ জুলাই ২০১৭

কর্ণফুলী টানেল নির্মাণ কাজ শুরু আগামী মাসেই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কর্ণফুলীর তলদেশে স্বপ্নের কর্ণফুলী টানেল নির্মাণের মূল কাজ শুরু হচ্ছে আগামী মাসেই। প্রাথমিক কাজগুলো শেষ করে আনা হয়েছে। টানেল নির্মাণকাজের জন্য শুরু হয়েছে ১৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি প্লান্ট নির্মাণের প্রক্রিয়া। বৃহস্পতিবার এ প্রকল্পের অগ্রগতি বিষয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে সমন্বয় সভায় মিলিত হয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। সভায় টানেল নির্মাণের কারিগরি ও সার্বিক দিক আলোচিত হয়। এতে সভাপতিত্ব করেন চউক চেয়ারম্যান আবদুচ ছালাম। চউক চেয়ারম্যান বলেন, চীন আমাদের দেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী রাষ্ট্র। দেশটির বিশেষজ্ঞ পরামর্শক দল, ঠিকাদারি সংস্থা এবং প্রযুক্তিগত সহায়তা অতীতে অনেকগুলো ভৌত অবকাঠামো নির্মাণ ও বৃহৎ প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রেখেছে। সভায় সিটি আউটার রিং রোড, অনুমোদিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং টানেল প্রকল্পের সঙ্গে সরাসরি সংযুক্ত বিষয়সমূহের সমন্বয়, ব্যবহার ইত্যাদি সম্পর্কিত প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক ফলপ্রসূ আলোচনা হয়। চউক চেয়ারম্যান পতেঙ্গা এলাকার পর্যটন শিল্পের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং পর্যটকদের চলাচলের সুবিধার্থে বর্তমান সী-বিচ সড়কের পরিবর্তে টানেল কর্তৃপক্ষ প্রস্তাবিত সড়ক হতে সরাসরি পর্যটন এলাকায় যাওয়ার জন্য সংযোগ সড়কটি দুই লেনের পরিবর্তে চার লেন করে নির্মাণ করার প্রস্তাব করেন। এছাড়াও বর্তমান সী-বিচ সড়কের পরিবর্তে টানেল কর্তৃপক্ষ প্রস্তাবিত সড়কটির জন্য চউক নির্মিত সী-বিচ সড়কের মতো ১৫০ ফুট এ্যালাইনমেন্ট নির্ধারণ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। সমন্বয় সভায় কর্ণফুলী টানেল নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক গ্যাবিন স্ট্রিড, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক ডাও পেং, কনস্ট্রাকশন ম্যানেজার পাল জেমস, চউকের সচিব তাহেরা ফেরদৌস বেগম, প্রধান প্রকৌশলী মোঃ জসীম উদ্দীন চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সিটি আউটার রিং রোড প্রকল্পের পরিচালক কাজী হাসান বিন শামস, নগর পরিকল্পনাবিদ জহির আহম্মদ, সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, রিং রোড প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক জোনাথন স্টুয়ার্ড ওয়েস্ট, উপ-প্রকল্প ব্যবস্থাপক সাইফুদ্দীন খালেদ এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, চীনের সহায়তায় নির্মিত হচ্ছে চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে দেশের প্রথম টানেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে প্রকল্পটির উদ্বোধনও করেছেন। এখন শুধু নির্মাণকাজ শুরুর অপেক্ষা। আগামী মাসেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানা গেছে চউক সূত্রে। কর্ণফুলী টানেল বাস্তবায়নের পরিকল্পনাটি প্রথমে গ্রহণ করে চউক। এ সংস্থার উদ্যোগেই সম্পন্ন হয় সম্ভাব্যতা যাচাইসহ প্রাথমিক কাজগুলো। তবে উদ্যোগটি চউক গ্রহণ করলেও এ ধরনের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বর্তায় সড়ক ও সেতু বিভাগের ওপর। সে কারণে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অধীনেই নির্মিত হবে এ টানেল।
×