ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুই নারীর লাশ উদ্ধার, বাস চাপায় পথচারী হত

প্রকাশিত: ০৬:৩২, ১২ জুলাই ২০১৭

রাজধানীতে দুই নারীর লাশ উদ্ধার, বাস চাপায় পথচারী হত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দুই নারীর মরদেহ উদ্ধার হয়েছে। গুলিস্তানে দুই বাসের মাঝে চাপা পড়ে অজ্ঞাত (৫৫) এক পথচারীর মৃত্যু হয়েছে। চকবাজারে একটি ইলেকট্রনিক পণ্যের দোকানে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় ফারহানা (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বনশ্রীর ২ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন তার ছেলে তানজিম কবির। দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে তানজিম কবির জানান, কি কারণে মা ফারহানা আত্মহত্যা করেছেন তা তিনি জানাতে পারেননি। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, ফারহানার মৃত্যুর ঘটনা যথেষ্ট সন্দেহ থাকায় তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এদিকে রাজধানীর তুরাগে বিউটি আক্তার (২৩) নামের এক নারীর লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ স্থানীয় উলুদাহা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ব্যাপারে তুরাগ থানার ওসি মাহবুবে খোদা জানান, নিহত বিউটি নেশাগ্রস্ত ছিল। অতিরিক্ত নেশার কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পথচারীর মৃত্যু রাজধানীর গুলিস্তান এলাকায় দুই বাসের মাঝে চাপায় পড়ে অজ্ঞাত (৫৫) এক পথচারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আসিফ জানান, সোমবার গভীররাতে গুলিস্তান পাতাল মার্কেটের ওপরের রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই পথচারী। এ সময় একসঙ্গে দুটি বাস ওভারটেক করার সময় তিনি বাসের মাঝে চাপা গুরুতর আহত হন। দগ্ধ আরও একজনের মৃত্যু রাজধানীর চকবাজারে একটি ইলেকট্রনিক পণ্যের দোকানে আগুনে দগ্ধ আবুল কাশেম (৬৫) আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। নয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চকবাজার তাবা নামে ইলেট্রনিক্স দোকানে গিয়ে দগ্ধ হন। এর আগে গত ৭ জুন চিকিৎসাধীন অবস্থায় মোঃ মাসুম (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি ওই দোকানের মালিক মামুনুর রশিদের (৪০) বন্ধু ছিলেন। জাল নোটসহ দু’জন গ্রেফতার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে জাল টাকাসহ আমেনা আক্তার (২২) ও ইসরাফিল (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরেরদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
×