ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হবে

প্রকাশিত: ০৬:১৯, ১১ জুলাই ২০১৭

১০ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হবে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চলতি অর্থবছরে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে ১০ জোনে ১০টি আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হবে। খুলনা জোনে ৩২১ কোটি টাকার কাজ দ্রুতই শুরু হবে। এছাড়া খুলনা-সাতক্ষীরা এবং যশোর-বেনাপোল সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হতে যাচ্ছে। মন্ত্রী সোমবার সকালে খুলনা সার্কিট হাউসে খুলনা সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী খুলনা জোনের বিভিন্ন জেলায় চলমান উন্নয়ন কার্যক্রমের বিষয় খোঁজখবর নেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, সড়ক ও জনপথ খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রুহুল আমীন, খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসানসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাগণ। ঝিকরগাছা ছাত্রলীগ নেতাকর্মীকে নির্যাতনের অভিযোগ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সংসদ সদস্য এ্যাডভোকেট মনিরুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসীদের ব্যবহার করে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতন করার অভিযোগ উঠেছে। সোমবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি এহসানুল হাবীব শিপলু ও সাধারণ সম্পাদক কামাল হোসেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ যশোর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সেলিম রেজা, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক ইনামুল হাবিব হুমায়ুন, পৌর শাখার সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক, আরিফুর রহমান, জুয়েল আহমেদ ঝিনুক, হান্নান হোসেন অন্তর প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সংসদ সদস্যের নির্দেশে গত তিন বছর ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অব্যাহতভাবে হামলা করছে সন্ত্রাসীরা।
×