ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় মা-মেয়ে নির্যাতন ॥ আটক ৪

প্রকাশিত: ০৬:১৮, ১১ জুলাই ২০১৭

চুয়াডাঙ্গায় মা-মেয়ে নির্যাতন ॥ আটক ৪

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১০ জুলাই ॥ আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামে মা ও মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের শিকার রিনা খাতুন শনিবার বিকেলে আলমডাঙ্গা থানায় মামলা করেন। এ ঘটনায় রবিবার রাতে প্রধান আসামি মিষ্টারসহ চারজনকে আটক করছে পুলিশ। আটককৃতরা হলোÑ ঘোষবিলা গ্রামের মিস্টার, রসুল, হারুন ও রহিম। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, সোমবার দুপুরে আসামিদের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মসজিদপাড়ার মিষ্টার আলির ঘরের টিনের চালে কে বা কারা বেশকিছু দিন ধরে ইট নিক্ষেপ করে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে মিষ্টার আলি, তার স্ত্রী, মা, ভাই ও সন্তান মিলে রিনাকে মারার জন্য লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় রিনা খাতুন ও তার মেয়ে ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ইয়াছমিন ভয়ে প্রতিবেশী আব্দুল মান্নানের বাড়িতে আশ্রয় নেয়। মিষ্টার গং সেখান থেকে টেনেহেঁচড়ে ধরে নিয়ে আসে তাদের বাড়িতে। এরপর বাঁশের খুঁটির সঙ্গে মা-মেয়েকে দড়ি দিয়ে বেঁধে মিষ্টারসহ পরিবারের সদস্যরা এলোপাতাড়ি লাঠিসোটা ও বাটাম দিয়ে মারধর করে। এদিকে মামলার প্রধান আসামি মিষ্টারের স্ত্রীসহ গ্রামের অনেকে বলেন, ঘটনাটি তুচ্ছ। দুই পরিবারের নারীদের মধ্যে হাতাহাতি হয়েছে। বিষয়টিকে আলোচিত করার জন্য খুঁটির সঙ্গে মা-মেয়ের হাত বেঁধে সাংবাদিক ডেকে এনে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। ছবিটি তোলার জন্যই তাদের হাত বাঁধা হয়েছে।
×