ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ॥ জবি শিক্ষক চাকরিচ্যুত

প্রকাশিত: ০৭:৪৮, ১০ জুলাই ২০১৭

একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ॥ জবি শিক্ষক চাকরিচ্যুত

স্টাফ রিপোর্টার ॥ একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মীর মোশারেফ হোসেনকে (রাজীব মীর) চাকরিচ্যুত করা হয়েছে। তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী সাব্যস্ত হওয়ার পর রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৭৪তম সিন্ডিকেট সভায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, রাজীব মীরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। গত বছরের ৫ এপ্রিল সাংবাদিকতা বিভাগের এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়। একই বছরের ১১ এপ্রিল রাজীব মীরকে বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। পরে ওই বছরের ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৭১তম সিন্ডিকেট সভায় ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এদিকে ওই ছাত্রীর অভিযোগের পর সাংবাদিকতা বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আরও কয়েকজন ছাত্রী রাজীব মীরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেল রাজীব মীরের বিরুদ্ধে যৌন হয়রানির এসব অভিযোগের তদন্ত করে।
×