ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

উইন্ডিজের বর্ষসেরা রোস্টন চেজ

প্রকাশিত: ০৬:৪০, ১০ জুলাই ২০১৭

 উইন্ডিজের বর্ষসেরা রোস্টন চেজ

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুম জুড়ে দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতি পেলেন রোস্টন চেজ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউইআইসিবি) বর্ষসেরাসহ একাধিক বিভাগের পুরস্কার জিতে নিয়েছেন তুখোড় এই স্পিনিং-অলরাউন্ডার। দেশটির প্লেয়ার্স এ্যাসোসিয়েশন ও ক্রিকেট উইন্ডিজ আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী মঞ্চে ছিল চেজের জয়জয়কার। দুটি বড় পুরস্কার গেছে তার হাতে- বর্ষসেরা ক্রিকেটার ও বছরের সেরা টেস্ট ক্রিকেটারের। এছাড়া বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার ও চারদিনের আঞ্চলিক ক্রিকেটের বর্ষসেরাও নির্বাচিত হয়েছেন ২৫ বছর বয়সী এ বার্বাডিয়ান। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডারের হাতে উঠেছে ওয়ানডে বর্ষসেরার ট্রফি। আর ডোপবিরোধী নিয়ম ভেঙ্গে সাময়িক নিষিদ্ধ আন্দ্রে রাসেল হয়েছেন বর্ষসেরা টি২০ ক্রিকেটার। জ্যামাইকায় রাতটা ঝলমলে করেছেন চেজ একাই। পুরস্কার জয়ী হিসেবে তার নাম শোনা বিস্ময়ের ছিল না। গত এক বছরের টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বাজে সময়ে সবচেয়ে বেশি হেসেছে তার ব্যাট। গত বছরের জুলাইয়ে অভিষেক হওয়ার পর টেস্টে ৪৮.৫৩ গড়ে তিনটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি পেয়েছেন। এর মধ্যে তার ছয়টি পঞ্চাশোর্ধ ইনিংস এসেছে দল ৭০ বা তারচেয়ে কম রানে ৪ উইকেট হারানোর পর। সবমিলিয়ে ১০ টেস্ট খেলে নামের পাশে ৭২৮ রান। সর্বোচ্চ ইনিংসটি ভারতের বিপক্ষে গত আগস্টে, তার ১৩৭ রানের সুবাদে ম্যাচ বাঁচিয়েছিল ক্যারিবীয়রা। মোহাম্মদ আমিরের বল কনুইয়ে আঘাত হানার পর মাঠের বাইরে যেতে হয়েছিল একবার, ব্যাটিংয়ে ফিরে সেবার করেছিলেন লড়াকু অর্ধশতক। ডমিনিকায় ওই টেস্টের ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার শতকে ম্যাচ প্রায় বাঁচিয়েই ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৩৯ বলে অপরাজিত ছিলেন ১০১ রানে। কিন্তু মাত্র ৬ বল আগে শ্যানন গ্যাব্রিয়েল আউট হয়ে গেলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। মাত্র এক বছরের আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত অলরাউন্ডার নৈপুন্যে ঔজ্জ্বল্য ছড়িয়েছেন। এক মঞ্চে এত এত ট্রফি যে তারই প্রাপ্য। বাংলাদেশ যুব ফুটবল দল নেপালে স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৯ থেকে ২৩ জুলাই ফিলিস্তিতে এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলবে বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় ফুটবল দল। এই টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেপাল গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। রবিবার নেপালের কাঠমান্ডুতে পৌঁছে বাংলাদেশ দল। সেখানে হোটেল মানাং-এ অবস্থান করছে কোচ এ্যান্ড্রু অর্ডের শিষ্যরা। এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশের সঙ্গে ‘ই’ গ্রুপে আছে জর্ডান, তাজিকিস্তান ও স্বাগতিক ফিলিস্তিন। এই আসরে খেলতেই নেপালে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ দল। মঙ্গলবার নেপাল অনুর্ধ-২৩ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পরেরদিন অর্ডের দল রওনা দেবে কাতারের পথে। সেখানকার অনুর্ধ-২৩ দলের সঙ্গে ১৩ জুলাই প্রস্তুতি ম্যাচ খেলবে জুয়েল-রুবেলরা। কাতারে তিনদিনের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দল চূড়ান্ত মিশনে যাবে ফিলিস্তিন। মালয়েশিয়ান ব্যাডমিন্টনে বাংলাদেশ ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশন অব মালেয়েশিয়ার ব্যবস্থাপনায় ১১ থেকে ১৬ জুলাই মালয়েশিয়ার পুত্রাজায় ‘সেলকম এক্সিয়াটা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল সিরিজ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০১৭’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আসরে বাংলাদেশের দুইজন প্রতিযোগী অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয় জুনিয়র দলের একজন মোহাম্মদ মিনহাজ। তিনি ২৪ জুন ঢাকা ত্যাগ করেন। -বিজ্ঞপ্তি
×