ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জাতিসংঘ শরণার্থী সংস্থার

প্রকাশিত: ০৭:৫৭, ৮ জুলাই ২০১৭

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জাতিসংঘ শরণার্থী সংস্থার

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমার সরকারকে রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। দক্ষিণপূর্ব এশিয়ায় প্রথম সফরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি এ সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে এবং মংডু শহরে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন। খবর ওয়েবসাইটের। মিয়ানমারের নেতা আউং সান সুচির সঙ্গেও দেখা করেন তিনি। ব্যাঙ্ককে সাংবাদিকদের গ্রান্ডি বলেন, মুসলিম এ সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব মঞ্জুরের জন্য কাজ করাটা গুরুত্বপূর্ণ। মিয়ানমার সরকার প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসাবে গণ্য করে তাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। যদিও রোহিঙ্গারা সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করে আসছে। গ্রান্ডি আরও বলেন, ওই এলাকায় আরও বিনিয়োগ প্রয়োজন।
×