ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় মায়ের হাতে মেয়ে খুন

প্রকাশিত: ০৬:৩২, ৫ জুলাই ২০১৭

ভোলায় মায়ের হাতে মেয়ে খুন

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৪ জুলাই ॥ বাবার হাতে ছেলে খুনের পর এবার লালমোহন উপজেলায় মায়ের হাতে মেয়ে খুন হয়েছে। সোমবার রাতে চরভুতা ইউনিয়নের রহিমপুর গ্রামে মা রুনা বেগম (৩০) নিজের মেয়ে রুমা আক্তারকে (৭) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। একই সঙ্গে আরও তিনজনকে কুপিয়ে জখম করেছে। গুরুতর অবস্থায় আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা ও পুলিশ জানায়, রুনা বেগমের স্বামী জামাল উদ্দিন ওমান প্রবাসী। স্বামীর বাড়ি পার্শ্ববর্তী উপজেলা তজুমদ্দিনের চাচড়া ইউনিয়নে। স্বামী অনেকদিন যাবত বিদেশে থাকায় রুনা বাবার বাড়িতে অবস্থান করছিল। সে মানসিক ভারসাম্যহীন। রাত ৮টার দিকে হঠাৎ রুনা বেগম ধান কাটা কাঁচি দিয়ে এলোপাতাড়ি পরিবারের সবাইকে আঘাত করতে থাকে। একপর্যায়ে তার ৭ বছরের মেয়ে রুমার পেটের মধ্যে কাঁচি ঢুকিয়ে দিলে রক্তক্ষরণে তাৎক্ষণিক মৃত্যুর মুখে ঢলে পড়ে। একই সঙ্গে বাবা কামাল উদ্দিন, মা রেনু বেগম ও বোন তানিয়া আক্তারকে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নওগাঁয় প্রহরী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, সোমবার রাতে মান্দায় মনসুর রহমান (৩৮) নামে হাফিজিয়া মাদ্রাসার এক নৈশপ্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত ১১টার দিকে উপজেলার ভালাইন কওমী নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা চত্বরে এ খুনের ঘটনা ঘটে। নিহত মনসুর রহমান ভালাইন গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে। মাদ্রাসা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতারুজ্জামান জানান, মাদ্রাসায় হেফজুল কোরান ও মক্তবখানায় ২৮ শিক্ষার্থী রয়েছে। রমজান উপলক্ষে তাদের এক মাস ১০ দিনের ছুটি দেয়া হয়। কিন্তু শিক্ষক মুফতি ফয়জুল্লাহ ভালাইন বাজার জামে মসজিদে তারাবি নামাজ পড়ানোর কারণে তিনি মাদ্রাসায় অবস্থান করতেন। ঈদের আগের দিন (২৫ জুন) সকালে তিনি বাড়ি চলে গেলে পরিচালনা কমিটির সিদ্ধান্তে রাতে মাদ্রাসা পাহারার জন্য দায়িত্ব দেয়া হয়েছিল মনসুর রহমানকে। দায়িত্ব পালনকালে সোমবার রাতে তার ওপর হামলার এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজার থেকে আনুমানিক ৩শ’ গজ দূরে নির্জন জায়গায় মাদ্রাসাটির অবস্থান। রাত ১১টার দিকে গুরুতর জখম অবস্থায় মনসুর রহমান বাজারে এসে লুটিয়ে পড়েন। এ সময় তার দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এ অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নেয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে। গাজীপুরে শ্রমিক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে মঙ্গলবার এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম হাসানুর রহমান (৩৫)। সে শেরপুরের শ্রীবর্দী উপজেলার সিঙ্গাবরুনা গ্রামের আজিজুর রহমানের ছেলে। নিহতের বোন রূপসা আক্তার ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের তেলিপাড়া এলাকায় সপরিবার ভাড়া বাসায় থাকতেন হাসানুর রহমান। হাসান স্থানীয় লেভেন্ডা গার্মেন্টসে লাইন কোয়ালিটি কন্ট্রোলার পদে চাকরি করতেন। ঈদের ছুটি শেষে মঙ্গলবার কারখানায় যোগ দেয়ার জন্য গ্রামের বাড়ি থেকে গাজীপুরের বাসায় ফিরছিলেন হাসানুর। ভোরে বাস থেকে নেমে বাসায় যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া ট্রাকস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সশস্ত্র ছিনতাইকারীরা তার পথরোধ করে এবং তার কাছ থেকে টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত এবং ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। নিহতের বুকে, পিঠে ও ঊরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। চাঁপাইয়ে স্বামী স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, শিবগঞ্জ উপজেলার কানসাটে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে উত্ত্যক্তকারী। এ ঘটনায় হত্যাকারী ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট শিবনারায়ণপুর গ্রামের মৃত ভাদু ম-লের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। পুলিশ জানায়, শিবনারায়ণপুর গ্রামের মৃত এরফান আলীর ছেলে মনিরুল ইসলাম তার প্রতিবেশী তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস বেগমকে মোবাইল ফোনে প্রায়ই উত্ত্যক্ত করত। মঙ্গলবার বেলা ১১টার দিকে তরিকুল ইসলাম তার স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ জানালে মনিরুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। মনিরুল একপর্যায়ে চড়াও হয়ে কাঠের টুকরা দিয়ে তরিকুলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে কানসাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জে গৃহবধূ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, কাজিপুর উপজেলার কুনকুনিয়া পূর্বপাড়া গ্রামে জাহানারা খাতুন নামের পঞ্চাশোর্ধ এক গৃহবধূকে সোমবার গভীর রাতে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ তার ঘরের বারান্দা থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
×