ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

তিন কোম্পানির উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন

প্রকাশিত: ০৫:৫৪, ৩ জুলাই ২০১৭

তিন কোম্পানির উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। কোম্পানিগুলো হলোÑ পাইওনিয়ার ইন্স্যুরেন্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। পাইওনিয়ার ইন্স্যুরেন্স ॥ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের উদ্যোক্তা নাসির উল্লাহ ৫০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। তিনি বর্তমান বাজারদরে আলোচ্য পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ॥ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা ইয়াসমিন হক তিন লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। মার্কেন্টাইল ব্যাংক ॥ মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা সুব্রত নারায়ণ রায় এক লাখ ১৩ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। তিনি বর্তমান বাজারদরে আলোচ্য পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। -অর্থনৈতিক রিপোর্টার ইফাদ অটোর লেনদেন বন্ধ আজ রেকর্ড ডেট সংক্রান্ত কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের শেয়ার লেনদেন আজ সোমবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, রাইট শেয়ার ছাড়তে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করতে আজ সোমবার রেকর্ড ডেট নির্ধারণ করেছিল কোম্পানিটি। উল্লেখ, ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে প্রতিটি রাইট শেয়ার ছাড়বে ইফাদ অটোস লিমিটেড। প্রতি ৫টি শেয়ারের বিপরীতে ২টি করে রাইট শেয়ার ছাড়বে কোম্পানিটি। এ বিষয়ে শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৫ জুলাই বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ৩ জুলাই। -অর্থনৈতিক রিপোর্টার
×