ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের আরো খবর

প্রকাশিত: ০৯:২৮, ১ জুলাই ২০১৭

দেশের আরো খবর

ভোলায় বাবার হাতে সেনা সদস্য ছেলে খুন নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩০ জুন ॥ মা-বাবার ঝগড়ার জের ধরে ভোলায় বাবা নুর মোহাম্মদ কুপিয়ে হত্যা করেছে সেনা সদস্য ছেলেকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে নিহতের মা নুরজাহান বেগম এবং বোন রাবেয়া আহত হয়েছেন। এ ঘটনায় বাবা ভোলা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী নুর মোহাম্মদকে পুলিশ গ্রেফতার করেছে। নিহতের মা-বোন ও পুলিশ জানিয়েছে, যশোর ক্যান্টনমেন্টের সৈনিক পদে কর্মরত খালেদ বিন ওয়ালিদ ঈদের ছুটিতে বাড়ি আসেন। দুদিন আগে বাবা তার মাকে মারধর করে। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা ভোরে ছেলেকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মা ও বোন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অপরদিকে ছেলেকে হত্যার অভিযোগে বাবা নুর মোহাম্মদকে পুলিশ গ্রেফতার করেছে। বগুড়ায় ছেলের হাতে বাবা স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, অটোরিক্সাচালকসহ দুজন খুন হয়েছে। এর মধ্যে ছেলের হাতে খুন হয় এক ব্যক্তি। তার নাম নান্নু মিয়া (৬০)। পুলিশ জানায়, শুক্রবার সকালে অটোরিক্সাচালক মামুনের (২২) লাশ বগুড়া সদরের ছোট কুমিড়া এলাকার রাস্তার পাশে পাওয়া যায়। তার বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাইবানদীঘি গ্রামে। সে বগুড়া সদরের পালশা এলাকার গ্যারেজে থাকত। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে বের হওয়ার পর আর ফেরেনি। সকালে তার লাশ পাওয়া যায়। ভারিজাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত ও মারপিট করে অটোরিক্সাচালককে খুন করা হয় বলে পুলিশ ধারণা করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে বৃহস্পতিবার রাতে শহরতলীর বারপুর এলাকায় ছেলের হাতে খুন হন নান্নু মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নান্নু মিয়ার বাড়িতে অতিথি আসার কথা ছিল। কিন্তু অতিথি খাওয়ার আগেই ছেলে তোতা মিয়া অতিথির জন্য রাখা খাবার খাওয়া শুরু করে। খাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে তোতা মিয়া ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই নান্নু মিয়া মারা যান। শুক্রবার দুপুরে পুলিশ ঘাতক ছেলে তোতা মিয়াকে গ্রেফতার করেছে। আশুলিয়ায় স্ত্রী হত্যা নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, পারিবারিক কলহের জের ধরে আশুলিয়ায় নাজমা খাতুন (২৫) নামের গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী। নিহত গৃহবধূর স্বামীর বাড়ি শেরপুর জেলার সদর থানার চড়পাড়া গ্রামে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নের আমতলা এলাকার চান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আশুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হোসেন আলী মাস্টার জানান, পারিবারিক কলহের জের ধরে এদিন সকালে স্ত্রী নাজমা খাতুনকে স্বামী অটোরিক্সাচালক আসাদুল ইসলাম আকাশ শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তার লাশ দেখে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত গৃহবধূ আমতলা এলাকায় ‘এলাইন এ্যাপারেলন্স গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কাজ করত ও তার রাকিব নামের এক বছরের ছেলেসন্তান রয়েছে। লালমনিরহাটে শিক্ষকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, আদিতমারীতে মজমুল হক (৪৫) নামে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ শুক্রবার সকালে তার নিজ ঘর হতে উদ্ধার করেছে পুলিশ। নিহত মজমুল হক স্থানীয় তালুক হরিদাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস টেপারবাজার গ্রামের সেকেন্দার আলীর ছেলে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। প্রধান শিক্ষক মজমুল হক একে একে দুটি বিয়ে করেন। কোন স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল না। তারা তাকে ছেড়ে চলে গেছে। সাতক্ষীরায় অজ্ঞাত লাশ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, শ্যামনগরের চিংড়ি ঘের থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়রা জানান, সকালে কলবাড়ি গ্রামের নিরঞ্জন মিস্ত্রির মৎস্য ঘেরে এলাকাবাসী অজ্ঞাত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নাফ নদীতে নিখোঁজ আরও এক লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কিশোর আনোয়ার সাদেকের লাশ উদ্ধার করা হয়েছে। সে টেকনাফ সদর মৌলভীপাড়ার মীর আহমদের পুত্র। লাশের খবর পেয়ে শুক্রবার সকালে সাবরাং কেওড়া বনে স্বজনরা গিয়ে সাদেকের লাশ শনাক্ত করেছে। মৃতদেহটি উদ্ধার করে স্বজনের কাছে দাফনের জন্য হস্তান্তর করেছে কোস্টগার্ড। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ শিশু কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য ঈদের পরদিন মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে ভ্রমণে বের হওয়া ১৭ শিশু- কিশোরের নৌকাটি ডুবে যায়। ঐ সময় ১৩ জন শিশু-কিশোরকে স্থানীয়রা জীবিত উদ্ধার করলেও ৪ জনের খোঁজ মেলেনি। বুধবার একজনের লাশ ও বৃহস্পতিবার দুইজনসহ মোট ৩ জন নিখোঁজের মৃতদেহ পাওয়া যায়। কেরানীগঞ্জে বেহাল সড়ক ॥ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৩০ জুন ॥ বুড়ি গঙ্গার ২য় সেতুর দক্ষিণ পাদদেশে কদমতলী ও বন্দ ডাকপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দেখলে মনে হয় এটা মহাসড়ক না, খাল। নালা-নর্দমা, পুকুর অপরিকল্পিতভাবে ভরাট হওয়াই এ জলাবদ্ধতার মূল কারণ। তাছাড়া প্রধান সড়কের ওপর পানি নিষ্কাশনের তিনটি কালভার্ট কয়েক লাখ টাকা ব্যয়ে নির্মিত হলেও সড়কের দুই পারের প্রভাবশালীরা বন্ধ করে দিয়েছে। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তি পোহাচ্ছে। অথচ ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বুড়িগঙ্গা ২য় সেতু। সেতু এলাকার নালা, ড্রেন, বহুতল ভবন ও সিট কারখানা গড়ে উঠেছে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা করেনি। বরং আগের তৈরি কালভার্টগুলোও বন্ধ করে ব্যবসায়ীরা গড়ে তুলেছে বহুতল ভবন, সিট ব্যবসা, কমিউনিটি সেন্টার ও অবৈধ বাসস্ট্যান্ড। ২য় সেতুর দক্ষিণের পাদদেশে থেকে কদমতলী চৌরাস্তা, ডাকপাড়া, মনু ব্যাপারীর ঢাল এবং ভাগনা এলাকার দক্ষিণাঞ্চল সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। বুড়িগঙ্গা ২য় সেতু দিয়ে প্রতিদিন কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, খুলনা, ও বরিশালের শত শত যাত্রীবাহী এবং মালবাহী যানবাহন, চলাচল করে। এছাড়া কেরানীগঞ্জ উপজেলার ২৫ লাখ লোকের বসতি। তাদের উপার্জনের একমাত্র স্থান রাজধানী ঢাকা। এদের মধ্যে কেউ যাত্রীবাহী বাস, কেউ মিনি বাস, কেউ অটোরিক্সা কেউ বা পায়ে হেঁটে ২য় সেতু পার হয়ে কর্মস্থলে যায়। সবচেয়ে বিপাকে পড়ে মহিলা গার্মেন্টস্ কর্মীরা। প্রতিদিন কয়েক হাজার মহিলা কর্মী হেঁটে সকাল সন্ধ্যায় কাজে যায়। জলাবদ্ধতার কারণে বাধ্য হয়ে তারা জামা কাপড় ভিজিয়ে যাতায়াত করে। এছাড়া ছোটখাটো সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। সেতুর উভয় তীরে এমনকি পূর্বের টোল ঘরের নিকট গড়ে উঠেছে অবৈধ বাসস্ট্যান্ড। এদের বলার কেউ নেই। প্রতিদিন দশ সহ¯্রাধিক শিক্ষার্থী কেরানীগঞ্জ থেকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তির সীমা থাকে না। তাছাড়া গার্মেন্টস পল্লী নামে খ্যাত সদ্য গড়ে ওঠা। কেরানীগঞ্জের তৈরি পোশাক সমিতির ব্যবসায়ীরা অভিযোগে বলেন, ২য় সেতুর পাদদেশে বৃষ্টিতে অনেক পানি জমে থাকে। ফলে পাইকারদের ওই পথ দিয়ে যাবার সময় ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে মফস্বলের পাইকাররা। বুড়িগঙ্গা ২য় সেতুর দক্ষিণ পাড়ে রাস্তার উভয় পাশে পানি নিষ্কাশনের জন্য সড়ক ও জনপথ নির্মাণ করেছে নর্দমা। ওই নর্দমাগুলো পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। যে কারণে বুড়িগঙ্গা ২য় সেতু ও বন্দ ডাকপাড়া এলাকার অর্ধ কিলোমিটার পর্যন্ত বৃষ্টির পানি সবই কদমতলী গ্রামের ভেতর প্রবাহিত হয়। সরুপথের কারণে ওই এলাকার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক জনপথের কর্মকর্তারা দেখেও না দেখার ভান করছে। একই ধরনের অভিযোগ করেন মেলামাইন, টেক্সটাইল ও ড্রাইং প্রিন্ট মিলের ব্যবসায়ীরা। এ ব্যাপারে উপসহকারী প্রকৌশলী, ঢাকা-২ সড়ক উপজেলা উপবিভাগ-২ বনানী ঢাকা ইকবাল হাসান চৌধুরী বলেন, বুড়িগঙ্গা ২য় সেতুর পাদদেশ থেকে (কদমতলী) দোহার পর্যন্ত ৭২ কিলোমিটার সড়ক মেরামতের জন্য ইতোমধ্যে ৪শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। শ্রীঘ্রই এর কাজ শুরু হবে বলে তিনি জানান। অটোরিক্সা জব্দ করায় চালকের নিজের শরীরে আগুন নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩০ জুন ॥ আশুলিয়ার বাইপাইলে ট্রাফিক পুলিশের অভিযানের সময় ব্যাটারিচালিত একটি অটোরিক্সা জব্দ করায় চালক নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আশঙ্কাজনকাবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখম-লসহ তার শরীরের বিভিন্ন অংশের প্রায় ২৫ শতাংশ পুড়ে গেছে। শুক্রবার সকালে আশুলিয়া থানাধীন বাইপাইল মোড়ে এ ঘটনা ঘটে। দগ্ধ অটোরিক্সা চালকের নাম শামীম সিকদার (৩৫)। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার ভাইজোড়া গ্রামের মৃত শাজাহান সিকদারের ছেলে। সে আশুলিয়ার নরসিংহপুরে মান্নান ভূইয়ার বাসায় পরিবারসহ ভাড়া থাকে। জানা গেছে, এদিন সকাল দশটার দিকে মহাসড়কে ব্যাটারিচালিত অবৈধ অটোরিক্সা জব্দ ও ব্যাটারি খুলে রাখছিল ট্রাফিক পুলিশ। এ সময় শামীমের অটোরিক্সাটিও জব্দ করা হয়। শামীম তার রিক্সাটি ফেরত দেয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানায়। কিন্তু এতে কাজ না হওয়ায় সে কোন কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে পুলিশ বক্সের সামনে ফিরে এসে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভালে ট্রাফিক পুলিশ তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গায়ে আগুন লাগানোর আগে শামীম বলেছিল যে, এর আগেও পুলিশ তার রিক্সা আটক করে ২ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছিল। এবারও পুলিশ টাকার জন্য তার রিক্সাটি আটক করে। টাকা না দেয়ায় কনস্টেবল মনির রিক্সার লাইট ভেঙ্গে ফেলে ও শামীমকে লাঠি দিয়ে মারধর করে। বগুড়ার গ্রামে বাল্যবিয়ে রোধ করা হচ্ছে স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বাল্যবিয়েপ্রবণ এলাকা বগুড়ার শাজাহানপুর উপজেলার গ্রামে শুক্রবার দুপুরে আরও একজন বালিকাকে বধূ হওয়ার কবল থেকে রক্ষা করা হয়েছে। এ নিয়ে গত এক মাসে (জুন) শাজাহানপুর উপজেলার গ্রামগুলোতে অন্তত ৫ জন বালিকাকে বধূ হওয়ার পিঁড়ি থেকে উদ্ধার করা হয়। শাজাহানপুর উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুজ্জামান যে কোন সূত্রে বাল্যবিয়ের আয়োজনের খবর পেলে নিজে গিয়ে তা রোধ করছেন। শুক্রবার দুপুরে এমনই এক বিয়ের আয়োজন করা হয় উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া গ্রামে। গ্রামের সুরাইয়া আক্তার বৃষ্টির (১৩) বিয়ের সকল আয়োজন করে তার বাবা আব্দুল বাসেত। বৃষ্টি মাদলা চাচাইতারা হাই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। খবর পেয়ে ইউএনও ওই গ্রামে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন। এ সময় সরকারী কাজে বাধা দেয়ার অপরাধে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার নাম আব্দুল জব্বার। বালিকার বাবা আব্দুল বাসেতকে অফিসে ডেকে নিয়ে সতর্ক করা হয়। এর আগে ২৭ জুন মারিয়া গ্রামের ডেমাজানী হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী চাঁদনী খাতুনের (১৩) বিয়ে বন্ধ করা হয়। সে গ্রামের আয়নাল হকের কন্যা। ২৩ জুন গোহাইল গ্রামের নবম শ্রেণীর শিক্ষার্থী রেবেকা সুলতানার (১৫) বিয়ে বন্ধ করা হয়। ১৮ জুন খাদাস হিন্দুপাড়া গ্রামের শ্যাম চন্দ্রের কন্যা বৃষ্টি রানীকে (১৫) বালিকা বধূ হওয়ার হাত থেকে রক্ষা করা হয়। ৫ জুন কামারপাড়া গ্রামের টুকু মিয়ার কন্যা শাম্মা খাতুনের (১৩) বিয়ে বন্ধ করা হয়। গ্রামের মুরব্বিরা বলেন বর্তমান ইউএনও কামরুজ্জামানের দৃঢ় পদক্ষেপে উপজেলার গ্রামগুলোতে বাল্যবিয়ে বন্ধ হচ্ছে। তারপরও অতি গোপনে বাল্যবিয়ে হচ্ছে। কখনও বাল্যবিয়ে বন্ধ করার পর মেয়েকে অন্য কোন গ্রামে নিয়ে গিয়ে গোপনে বিয়ে দেয়া হচ্ছে। গ্রামের এক শ্রেণীর প্রভাবশালী মাদবর কথিত সালিশের নামে প্রহসন করে পর্দার আড়ালে বাল্যবিয়ের পক্ষে অবস্থান নেয়। বরিশালে ইউপি সদস্যের সহযোগিতা স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, আগৈলঝাড়া উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার পরেও ইউপি সদস্যদের সহযোগিতায় আবারও বাল্য বিয়ে সম্পন্নের ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব আস্কর (কলাবাড়ি) গ্রামের কৃষ্ণ কান্ত হালদারের কন্যা দশম শ্রেণীর ছাত্রী নিপু হালদারের (১৫) সঙ্গে একই উপজেলার বড়মগড়া গ্রামের নিবারণ বালার পুত্র বিমল বালার বুধবার রাতে বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে থানার এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে আসেন। পরে অতিগোপনে ওইদিন গভীররাতে স্থানীয় ইউপি সদস্য প্রদীপ কুমারের সহযোগিতায় ওই বাল্যবিয়ে সম্পন্ন করা হয়েছে। ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড় স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ শেষে বরিশালের কর্মমুখী মানুষগুলো এবার ফিরতে শুরু করেছেন। জীবিকার সন্ধানে কর্মস্থলে ফিরতে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকে এসব মানুষগুলো লঞ্চ-স্টিমার ও বাসযোগে স্ব স্ব কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সরেজমিনে বরিশাল নৌ-বন্দর ও কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ঘুরে দেখা গেছে, শুক্রবার সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড়। সড়কপথে কেউ কেউ মাইক্রোবাসযোগে আরিচা কিংবা মাওয়া হয়ে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে রওনা হয়েছেন। তবে যাত্রীরা অভিযোগ করেন নির্ধারিত ভাড়ার চেয়ে টিকেটের মূল্য বেশি রাখা হচ্ছে। বরিশাল নৌ-বন্দরে যাত্রীদের ভিড় ছিল সবচেয়ে বেশি। আসন না পেয়ে অনেক যাত্রী সপরিবারে কেবিনের পাশে চাদর বিছিয়ে বসে পড়েছেন। আবার লঞ্চের ছাদে করে অনেকেই ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বিআইডব্লিউটিএর বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘœ করতে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ সার্ভিসের লঞ্চ চলাচল করছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে যাত্রীদের চাপ বেশি হওয়ায় দিবারাত্রির বৃহৎ আকারের ১৩টি লঞ্চ ঢাকার উদ্দেশে বরিশাল নৌ-বন্দর ত্যাগ করেছে। একইভাবে বৃহস্পতিবার ১১টি ও বুধবার দিবারাত্রি ১৩টি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। তিনি আরও জানান, ঈদের বিশেষ সার্ভিসের সময় কোন লঞ্চের সময়সূচী নেই। যাত্রী ভরে গেলেই লঞ্চ ঘাট ত্যাগ করছে। অতিরিক্ত যাত্রী বহন প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্টেটসহ প্রশাসন মাঠে কাজ করছেন। ফলে এবারই কেবল যাত্রীরা নির্বিঘেœ কর্মস্থলে ফিরতে পারছেন। বিএডিসির ১৬০ বস্তা গম জব্দ গুদাম সিলগালা বিভিন্ন পত্রিকা এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় বিএডিসির গম বীজসংক্রান্ত খবর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। উল্লিখিত সংবাদের প্রেক্ষিতে রেকর্ডপত্র পরীক্ষা করে দেখা গেছে যে, বস্তার বীজগুলো মূলত অবীজ তবে নশিপুর খামারই এর উৎস বলে প্রতীয়মান। খবরের প্রেক্ষিতে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে ইতোমধ্যে এ ব্যাপারে ওই খামারের বীজ উৎপাদন ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট যুগ্ম-পরিচালক মোফাজ্জল হোসেন, উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম এবং ফিল্ডম্যান ও ভারপ্রাপ্ত গুদামরক্ষক আমজাদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ বিষয়ে সরেজমিন যাচাইয়ের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দ তদন্ত শুরু করেছেন। তাছাড়া খবরের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা হিসেবে দায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চলছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিধি মোতাবেক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে। Ñবিজ্ঞপ্তি গ্রেফতার আতঙ্কে কামারখন্দের দুই গ্রাম পুরুষশূন্য স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ হামলা-মামলা এবং গ্রেফতার আতঙ্কে কামারখন্দের বাগবাড়ি ও পাইকোশা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। বুধবার পাইকোশা বাজারে সংঘটিত সংঘর্ষে গুরুতর আহত কলেজছাত্র ফরিদুল ও শিপন চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়ার পর এ গ্রাম দুটিতে গ্রেফতার আতঙ্কে মানুষ পালিযে বেড়াচ্ছে। ষাটোর্ধ বৃদ্ধ, ১০ বছরের নিচের শিশু এবং মহিলা ছাড়া গ্রাম দুটিতে কাউকে চোখে পড়েনি। গ্রাম দুটিতে পুলিশী টহল অব্যাহত রয়েছে। এ পর্যন্ত থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় পুলিশ উভয় গ্রামের ১১ জনকে আটক করেছে। এ সংঘর্ষে সরকারদলীয় নেতাকর্মীরাও জড়িয়ে পড়েছে। সংঘর্ষের সূত্রপাত ঘটে ঈদের আগের শনিবার পাইকোশা বাজারে। যুবলীগের কর্মী লাহিড়ীবাড়ি গ্রামের বাবু এবং পাইকোশা গ্রামের যুবলীগকর্মী মোহাম্মদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বুধবার সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। এ সংঘর্ষে লাহিড়বিাড়ি গ্রামের সঙ্গে বাগবাড়ি গ্রামের সরকারদলীয় নেতাকর্মীরা যোগ দিয়ে পাইকোশা বাজারে হামলা চালায়। এতে প্রায় ১০টি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। আহত হয়ে উভয় গ্রামের কমপক্ষে ২০ জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র পাইকোশা গ্রামের ফরিদুল ও বাগবাড়ি গ্রামের শিপন মারা যায়। কেন এই সংঘর্ষÑ মূল কারণ কী? এ পশ্নে কেউ সঠিক জবাব দিতে পারছে না। কেউ বলছেন, ঈদ উপলক্ষে বিশেষ বরাদ্দের সরকারদলীয় টাকার ভাগবাটোয়ারা নিয়ে যুবলীগ কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। আবার কেউ কেউ বলছেন, বিবাহ বিচ্ছেদের এক লাখ ২০ হাজার টাকার ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। সাভারে নেশাগ্রস্ত যুবকের কা-! নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩০ জুন ॥ পূর্বশত্রুতার জের ধরে আশুলিয়ায় বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এক মাদকসেবী। শুক্রবার ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় সাধু রাজের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, কয়েক দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাধু রাজের সঙ্গে তার ভাতিজা ট্রাকের হেলপার রঞ্জিত বর্মণের সঙ্গে ঝগড়া হয়। এর জের ধরে এদিন ভোর রঞ্জিত নেশাগ্রস্ত অবস্থায় সাধু রাজের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে সমস্ত মালামালসহ ঘরটি পুড়ে যায়। এ ঘটনার সময় সাধু রাজ পরিবারসহ বাইরে ছিল। রঞ্জিতকে আটক করেছে এলাকাবাসী। বরিশালে বোমা বানাতে গিয়ে কব্জি উড়ে গেল যুবকের স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নাশকতা সৃষ্টির উদ্দেশে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে প্রিন্স ব্যাপারী (২২) নামের এক যুবকের ডান হাতের কব্জি উড়ে গেছে। গুরুতর আহত প্রিন্সকে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বংকুরা গ্রামে। শুক্রবার সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে প্রশাসন থেকে শুরু করে সর্বমহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলতাফ হোসেন ব্যাপারীর ছেলে প্রিন্স নাশকতা সৃষ্টির উদ্দেশে চাঁদ রাতের দিন নিজ বসতবাড়ির পার্শ¦বর্তী লোকমান ব্যাপারীর পরিত্যক্ত বাড়িতে বসে কয়েকজন সহযোগী নিয়ে বোমা তৈরি করছিল। এ সময় বোমা বিস্ফোরণে প্রিন্সের ডান হাতের কব্জি উড়ে যায়। মাদক বিক্রিতে বাধা দেয়ায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩০ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় মাদক বিক্রেতারা নাজমুল হাসান নামে এক কলেজ শিক্ষার্থীকে ইট দিয়ে মাথা থেঁতলে ও রড দিয়ে পিটিতে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ঐ শিক্ষার্থীকেসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেয়া হয়। শুক্রবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া প্রাইমারী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর বাবা আবুল হোসেন জানান, একই এলাকার মাদক ব্যবসায়ী শফিকুল আলম রাজা, নাঈম, হৃদয় দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছে। আহত স্কুল শিক্ষার্থীর পিতা আবুল হোসেন মাদক সেবন ও বিক্রি করতে নিষেধ করেন। এর জের ধরে শুক্রবার দুপুরে আবুল হোসেনের ছেলে নাজমুল হাসানকে রাস্তায় একা পেয়ে মাদক বিক্রেতা শফিকুল আলম রাজা, নাঈম, হৃদয়, ইব্রাহিম, সাজ্জাদ, জসিম, শাকিল, সেলিমসহ ৫/৬ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঐ শিক্ষার্থীর পথরোধ করেন। পথরোধের কারণ জিজ্ঞাসা করলে মাদক ব্যবসায়ীরা নাজমুল হাসানকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় নাঈম ইট দিয়ে নাজমুলের মাথা থেঁতলে গুরুতর আহত করে। নওগাঁয় সাঁওতাল বিদ্রোহ দিবসে সিধু-কানুকে স্মরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ জুন ॥ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন ও সমাবেশের মধ্য দিয়ে নওগাঁয় সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬২তম বার্ষিকী পালিত হয়েছে। মুক্তির মোড়ে আদিবাসী ইউনিয়ন নওগাঁ শাখার আয়োজনে এই কর্মসূচী পালিত হয়। দিবসটি উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসত্তার মানুষকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আয়োজিত সমাবেশ-মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট মহসীন রেজা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী। তিনি বলেন, ১৬২ বছর আগে সিধু-কানু যে আদর্শ রেখে গেছেন, তা বুকে ধারণ করে আজ কার্যকর আন্দোলন গড়ে তুলতে হবে। দুইশ’ বছর আগে ব্রিটিশরা যেভাবে আদিবাসীদের ওপর জুলুম নির্যাতন চালিয়েছিল, তা আজও বন্ধ হয়নি। আরও বক্তব্য রাখেন, আদিবাসী ইউনিয়ন নওগাঁ শাখার সংগঠক গৌতম কুমার সান্যাল ও আলিমুর রেজা রানা, নওগাঁ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আদিবাসী নেতা সঞ্জিব ওঁরাও, মানু ভুঁইমালী, চম্পা ভুঁইমালী প্রমুখ। রাজশাহী স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, নানা আয়োজনে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে রাজশাহীতে পৃথকভাবে দিবসটি পালন করে আদিবাসীরা। শুক্রবার সকালে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা ও মহানগর কমিটির উদ্যোগে নগরীর সাধারণ গ্রন্থাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে প্র্রধান অতিথি ছিলেন আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা এমপি। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে শুক্রবার ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা আদিবাসী পরিষদ ও প্রেমদীপের যৌথ উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা আদিবাসী পরিষদের সভাপতি সূর্য মুর্মুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, এ্যাড এমরান হাসান, মনসুর আলী, শাহিম হোসেন প্রমুখ। আটক দুই ইউপি সদস্য কারাগারে নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ জুন ॥ অনৈতিক কার্যকলাপের সময় জনতার হাতে আটক সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ইউপি সদস্য আলতাফুর রহমান সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা পারভীনকে বিয়ে করতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে একটি ঘরে আপত্তিকর অবস্থায় এলাকার জনগণ তাদের আটক করে ইউপি চেয়ারম্যান আনিসুর ইসলামের হাতে তুলে দেন। পরে চেয়ারম্যান তাদের পুলিশে সোপর্দ করেন। আটক দুইজনকে বিয়ে করে আপোস করার প্রস্তাব দেয়া হলে ইউপি সদস্য আলতাফুর রহমান তাতে অস্বীকৃতি জানায়। ফলে বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে অনৈতিক কার্যকলাপের অপরাধে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে। শুক্রবার সকালে তাদের দুইজনকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়। আওয়ামী লীগ নেতার গাড়িবহরে হামলা ॥ আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা,ফরিদপুর, ৩০ জুন ॥ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মেজর (অব) আ ত ম হালিমের গাড়িবহরের ২০১৩ সালে হামলা, ভাংচুর, অস্ত্র ও টাকা ছিনতাই মামলার আসামি মোঃ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে সালথা উপজেলার গট্টি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজাহান সালথার গট্টি ইউনিয়নের ঝুনাখালী গ্রামের মোঃ সালামের ছেলে। চাঁদা না দেয়ায় ব্যবসায়ী জখম নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩০ জুন ॥ চাঁদা না দেয়ায় হাসান সিকদার নামে এক ব্যবসায়ীর মাথায় গ্লাস ভেঙ্গে ঢুকিয়ে দেয়া হয়েছে। বাউফলের কালিশুরী বাজারে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। আহত ওই ব্যবসায়ীকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩০ জুন ॥ চরভদ্রাসনে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা গেছেন কার্তিক চন্দ্র ভূইয়া (৩৮) নামে এক ইজিবাইক চালক। শুক্রবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলমনগর মধু শিকদারের ডাঙ্গী গ্রামের নীলকমল ভূইয়ার ছেলে। শুক্রবার দুপুরে গোসল করে তার বাড়িতে ভেজা কাপড়ে অটো চার্জ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয় সে। পরে প্রতিবেশীরা এসে মেইন সুইচ বন্ধ করে দিলে মাটিতে পড়ে যায় কার্তিক। এলাকাবাসী কার্তিককে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সাতক্ষীরায় গৃহবধূ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, আশাশুনিতে বিদ্যুতস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কুল্যা ইউনিয়নের কাদাকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম ময়না খাতুন (২৮)। তিনি ওই গ্রামের আফাজ উদ্দীনের স্ত্রী। স্থানীয়রা জানান, ময়না খাতুনের স্বামী বৃহস্পবিার একটি ফ্রিজ কিনে বাড়ি আনেন। শুক্রবার সকালে ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করার সময় বিদ্যুতের স্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩০ জুন ॥ জনপ্রিয় প্রগতিশীল সামাজিক সংগঠন ‘সংশপ্তক’-এর উদ্যোগে জেএসসি, এসএসসি ও ¯œাতক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সংশ্লিষ্ট সংগঠনের কাউন্সিল-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সংগঠনের আহ্বায়ক আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম, ইশতিয়াক আহমেদ পরাগ ও আল ফারাবী চৌধুরীর সঞ্চালনায় শুক্রবার সকাল ১০টায় হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, বৃন্দাবন সরকারী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিমাংশু শেখর সূত্রধর প্রমুখ। বর্ষার কুয়াকাটা উপভোগে মত্ত পর্যটক নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩০ জুন ॥ বিনোদন এবং প্রকৃতিপ্রেমীদের কলরবে কুয়াকাটা এখন মুখরিত। হাজার হাজার পর্যটক-দর্শনার্থী বর্ষার কুয়াকাটা উপভোগ করছেন। তারা সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে মিতালি করছেন। সকাল থেকে রাত অবধি সাগরের ঢেউয়ের সঙ্গেই কাটাচ্ছেন তারা। করছেন মুহূর্তকে জীবনের স্মরণীয়। নর-নারী থেকে শুরু করে শিশু-কিশোর, যুবসহ সব শ্রেণীর মানুষে কুয়াকাটা এখন মাতোয়ারা। কুয়াকাটা সৈকতের শূন্য পয়েন্টের দুই কিলোমিটার এলাকাজুড়ে পর্যটকের দাঁড়ানোর জায়গায় যেন ঠাঁই নেই। কখনও মেঘ। কখনও থেমে থেমে বৃষ্টি। সবকিছুই যেন উৎসবমুখর মানুষের কাছে হার মেনেছে। হোটেল-মোটেল কোথাও তিল ধারণের ঠাঁই নেই।
×