ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ লাশ উদ্ধার

তিন গৃহবধূসহ ১১ খুন

প্রকাশিত: ০৪:২৭, ২৯ জুন ২০১৭

তিন গৃহবধূসহ ১১ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ গত ৪ দিনে নওগাঁ, ভৈরব ও হবিগঞ্জে তিন গৃহবধূকে হত্যা করেছে তাদের স্বামী। কটিয়াদীতে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছে চাচাত ভাই। গাজীপুরে ব্যবসায়ী ও ভাতিজার হাতে খুন হয়েছে চাচা। জামালপুরে পারিবারিক বিরোধে খুন হয়েছে কিশোর। কচুয়ায় জুয়ার আসরে খুন হয়েছে যুবক। উল্লাপাড়ায় ট্রাকচালককে বাড়ি থেকে নিয়ে খুন করা হয়। ঠাকুরগাঁওয়ে ছেলেমেয়ের বিয়েকে কেন্দ্র করে সবজি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। রূপগঞ্জে খুন হয়েছে রি-রোলিং মিলের স্টোর কিপার। এছাড়া বিভিন্ন জেলা থেকে পুলিশ উদ্ধার করেছে বিজিবি সদস্যসহ ১০ লাশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : নওগাঁ ॥ নিয়ামতপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার বেলা দেড়টায় বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামের এরশাদুল হক তার স্ত্রী তিন সন্তানের জননী আকলিমাকে (৩৬) মারপিট ও নির্যাতন করে হত্যা করে। পরে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য মুখে বিষ ঢেলে দেয়। প্রতিবেশী ও আকলিমার ননদ নারগিস বেগম জানান, আকলিমা প্রতিবেশীদের কাছে অভিযোগ দেয় যে, তার স্বামী এরশাদুল হক, এরশাদুল হকের ফুফা চাঁপাইনবাবগঞ্জের গোলাপ চেয়ারম্যান হাটের টুনি বিশ্বাসের ছেলে মুকুল ও ফুফু মঞ্জুয়ারা মাদক, ফেনসিডিল, ইয়াবা ও হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত। তার প্রেক্ষিতে বুধবার সংবাদ পেয়ে নিয়ামতপুর থানার পুলিশ আদমপুর গ্রামে এরশাদুল হকের বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু কিছু পায়নি। ফিরে যাওয়ার পর এরশাদুল হক, ফুফা মুকুল ও ফুফু মঞ্জুয়ারা ক্ষিপ্ত হয়ে আকলিমাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। বেধড়ক মারপিটে আকলিমার মৃত্যু হলে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য আকলিমার মুখে বিষ ঢেলে দেয় এবং বেলা দেড়টায় লোক দেখানো চিকিৎসার জন্য পার্শ্ববর্তী খড়িবাড়ী হাটে মাতৃ ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, পথেই আকলিমার মৃত্যু হয়েছে। স্বামী এরশাদুল, ফুফা মুকুল ও ফুফু মঞ্জুয়ারা পলাতক রয়েছে। ভৈরব ॥ ঈদের দিন সোমবার রাতে টিনপট্টি এলাকায় পূজা সাহা (২৩) নামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী সুব্রত সাহা। হত্যার পর স্বামী সুব্রত সাহা ও শ্বশুর স্বপন সাহা পালিয়ে যায়। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হবিগঞ্জ ॥ দাম্পত্য কলহের জের ধরে রবিবার সকালে হবিগঞ্জের মাধবপুরে দেবনগর গ্রামে নুরুন্নাহার (২৭) নামে গৃহবধূকে বেদম মারপিট ও ছুরিকাঘাতে খুন করেছে পাষ- স্বামী। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক ও দাম্পত্য বিষয়াদি নিয়ে ওই গ্রামের সালাউদ্দিন ও তার স্ত্রী নুরুন্নাহার প্রতিনিয়ত ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত থাকত। এরই জের ধরে ওইদিন সকালে নিজ বাড়িতে উভয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হলে সালাউদ্দিন তার স্ত্রী নুরুন্নাহারকে বেদম মারপিট করে। স্ত্রী প্রতিবাদ করলে সালাউদ্দিন ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে। এতে নুরুন্নাহার মাটিতে লুটিয়ে পড়লে স্বামী পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় নুরুন্নাহারকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ ॥ কটিয়াদীতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে দুলাল মিয়া (৪৫) খুন হয়েছে। এ সময় স্বামীকে উদ্ধার করতে গেলে স্ত্রী নাজমা আক্তার গুরুতর আহত হয়। ঈদের দিন সোমবার বিকেলে করগাঁও ভুনা উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, দুলাল মিয়া ও তার চাচাত ভাই বাচ্চু মিয়ার মধ্যে পূর্ব বিরোধের জেরে ঈদের দিন কথা কাটাকাটির এক পর্যায়ে মৃত গোলাপ মিয়ার ছেলে বাচ্চু মিয়া দেশী অস্ত্র হলংগা দিয়ে ছেলে দুলাল মিয়ার বুকের বামপাশে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্ত্রী নাজমা আক্তার স্বামীকে উদ্ধারে গেলে তাকেও হলংগা দিয়ে পায়ে আঘাত করে আহত করে। পরে স্থানীয় লোকজন দুলাল মিয়াকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাজীপুর ॥ ঈদের দিন সোমবার পৃথক ঘটনায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে এক ব্যবসায়ীসহ দু’জনকে হত্যা করেছে। পুলিশ উভয় ঘটনায় পাঁচ জনকে আটক ও গ্রেফতার করেছে। নিহতের স্বজনরা জানায়, শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (২৮) শ্রীপুর বাজারের নুরুল ইসলাম খান সুপার মার্কেটে তৈরি কাপড়ের ব্যবসা করেন। প্রায় দু’বছর আগে থেকে সোহেল খালাত ভাই রোমানের সঙ্গে যৌথভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। বাবা-মায়ের ডিভোর্স হওয়ায় সোহেল রানা ছোটবেলা থেকেই স্থানীয় কর্ণপুর গ্রামে নানা রমিজ উদ্দিন আকন্দের বাড়িতে থাকেন। রবিবার সারারাত বেচাকেনা শেষে ঈদের দিন সোমবার ভোর পাঁচটার দিকে দুই খালাত ভাই রোমান (৩২) ও তাহসিনের (১৪) সঙ্গে মোটরসাইকেলে চড়ে সোহেল নানার বাড়ি ফিরছিল। পথে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর (সিটপাড়া) ত্রিমোড় এলাকায় শালবনের ভেতর গাছের সঙ্গে রাস্তার ওপর রশি বেঁধে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সোহেল ও তার দু’খালাত ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তরা মোটরসাইকেল আরোহীদের কাছে থাকা লক্ষাধিক টাকা ও মোবাইল সেটসহ অন্য মালামাল নিয়ে নেয়নি। দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে সোহেল ও তার দু’খালাত ভাই গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতপালে প্রেরণ করে। সেখান থেকে সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় বক্ষব্যাধি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এদিকে কালীগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে ঈদের দিন সোমবার বিকেলে ভাতিজার রডের আঘাতে একজন নিহত হয়েছে। নিহতের নাম ইনু রোজারিও (৫৩)। তিনি কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিপড়াশুর গ্রামের মৃত মাইকেল রোজারিও’র ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের চাচাত ভাই বার্নাড রোজারিও ও তার ছেলে টিটু রোজারিওকে গ্রেফতার করেছে। নিহতের স্ত্রী শিউলী রোজারিও জানান, পারিবারিক বিষয় নিয়ে সোমবার বিকেলে ইনুর সঙ্গে তার চাচাত ভাই বার্নাড রোজারিও’র ছেলে মিন্টু রোজারিও’র বাগবিত-া হয়। এ সময় মিন্টু রড দিয়ে তার চাচা ইনুর মাথায় আঘাত করে। জামালপুর ॥ বকশীগঞ্জ উপজেলার জুলাপাড়া গ্রামে বুধবার দুপুরে আগের বিরোধের জের ধরে আবু সালেককে (১৮) পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বকশীগঞ্জ পৌর এলাকার জুলাপাড়া গ্রামের ছালাম মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার জুলাপাড়া গ্রামের ছালাম মিয়ার সঙ্গে একই গ্রামের লস্কর আলী ও মতলেব আলীর পারিবারিক বিরোধ রয়েছে। এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমাও চলছে। এরই জের ধরে বুধবার দুপুর একটার দিকে ছালাম মিয়ার ছেলে আবু সালেক মাঠ থেকে তাদের গরু নিয়ে বাড়িতে ফেরার পথে লস্কর আলীর লোকজন তার উপর হামলা চালায়। হামলাকারীরা আবু সালেককে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় বকশীগঞ্জ থানা পুলিশ পাঁচজনকে আটক করেছে। কচুয়া, চাঁদপুর ॥ জুয়া খেলাকে কেন্দ্র করে আলম হোসেনকে (৩৫) খুন করা হয়েছে। সফিবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় সোমবার বেলা ১২টার সময় আইনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় দোকানের মধ্যে আইনপুর হাওলাকান্দি গ্রামের আলম হোসেনকে ওই গ্রামের বিল্লাল, সফিবাদ গ্রামের রবিউল ও লিটন ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় আলম দৌড়ে সফিবাদ খালেক মার্কেটের কাছে গেলে সেখানে দ্বিতীয় দফা এলোপাথাড়ি মারধর করে ফেলে রেখে যায়। সিরাজগঞ্জ ॥ উল্লাপাড়া পৌরশহরের ঘোষগাতী মহল্লার ট্রাকচালক সজীব আহমেদকে (৩৬) বাসা থেকে ডেকে নিয়ে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। নিহত সজীবের স্ত্রী রাজিয়া সুলতানা অভিযোগ করেন, শনিবার ইমন সজীবকে ড্রেসিং টেবিল কেনার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। ঈদের আগের দিন রবিবার রাত ১২টার দিকে সজীবের মুঠোফোন থেকে খবর আসে তার পায়ের রগ কাটা মাথায় ছিদ্র অবস্থায় ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর ঘোগা ব্রিজের পাশে পড়ে আছে। খবর পেয়ে রাতেই তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর ছয়টার দিকে সে মারা যায়। ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভুল্লীতে সেলিম রেজা (২৮) নামে কাঁচা সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টায় লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়। রূপগঞ্জ ॥ আব্দুল কাদির মজুমদার (৫০) নামে রড মিলের স্টোর কিপারকে শ^াসরোধ ও মুখ থেতলে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টায় তারাব পৌরসভার বরপা এলাকার আহম্মদ রি-রোলিং এ্যান্ড স্টিল মিলের কোয়াটারের এক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল কাদির মজুমদার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার দিকদাইর এলাকার গফুর মজুমদারের ছেলে। আব্দুল কাদির মজুমদার ২০ বছর ধরে আহম্মদ রি-রোলিং এ্যান্ড স্টিল মিলেস্টোর কিপার হিসেবে কাজ করে আসছিল। লালমনিরহাট ॥ বুধবার সকাল ১১টায় তিস্তা নদীতে দহগ্রাম বিওপি ক্যাম্পের নিখোঁজ বিজিবি সদস্য সুমন হাওলাদারের লাশ ভারতীয় সীমান্তে ভেসে ওঠে। ভারতীয় বিএসএফ বিজিবি সদস্যের লাশ উদ্ধার করে। পরে বিকেল ৩টায় বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়। বাগেরহাট ॥ মিঠাপুকুর থেকে কামাল শেখ (৫৮) নামে পরিচ্ছন্ন কর্মীর লাশ পুলিশ রবিবার বিকেলে উদ্ধার করেছে। তিনি বাগেরহাট শহরের সরুই এলাকার বাবুল শেখের ছেলে এবং পৌরসভার অস্থায়ী পরিচ্ছন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন। সদর মডেল থানার ওসি মাহাতাবউদ্দিন বলেন, শনিবার দুপুর থেকে কামাল শেখ নিখোঁজ ছিলেন। অপরদিকে মোংলা থানাধীন লাউডোব এলাকায় নোঙ্গররত জাহাজ এম ভি মারুফার নাবিক আসমন হাওলাদারের লাশ কোস্টগার্ড উদ্ধার করেছে। মোংলার বাসিগাখন্দ এলাকার খোকন হাওলাদারের ছেলে আসমন হাওলাদার অসাবধানতাবসত জাহাজ থেকে পশুর নদীতে পড়ে যায়। শনিবার বিকেলে ডাংমারী ও করমজলের মাঝামাঝি জঙ্গলের পাশে নদীতে ভাসমান তার লাশ উদ্ধার করা হয় এবং জাহাজের মাস্টারসহ অন্য নাবিকরা তা শনাক্ত করে। দিনাজপুর ॥ মঙ্গলবার রাতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বৈগ্রামের বাড়ির পেছনের ঝোঁপে লেপে মোড়ানো যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের পরিচয় পাওয়া যায়নি। বগুড়া ॥ মঙ্গলবার দুপুরে ধুনট উপজেলায় নদী থেকে অজ্ঞাত পরিচয়ের তরুণীর (২৫) লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে নিমগাছী ইউনিয়নের নিমগাছী পূর্বপাড়া গ্রামে বাঙ্গালী নদীতে অপরিচিত ওই তরুণীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। কয়েকদিন থাকায় এটি ফুলে গিয়েছিল। গাইবান্ধা ॥ সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের চৌরাহা বাজারের পূর্ব পাশের জলাশয় থেকে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত (৪০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার আগে গ্রামের ওই এলাকার লোকজন মাছ ধরার জন্য গেলে জলাশয়ে লাশ ভাসতে দেখে। পরে পুলিশ এসে রাত ৯টায় লাশ উদ্ধার করে। বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার পশ্চিম কোদালধোয়া গ্রামের পাট ক্ষেত থেকে এক গৃহবধূর লাশসহ পৃথক স্থান থেকে ঈদের আগের দিন তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, পশ্চিম কোদালধোয়া গ্রামের বিজয় ওঝার স্ত্রী দুই কন্যা সন্তানের জননী সিমা ওঝার (৩৫) লাশ রবিবার বিকেলে বাড়ির পাশের পাট ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, সিমাকে হত্যার পর লাশ পাট ক্ষেতে ফেলে রাখা হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক। একইদিন সকালে বাকপাড়া গ্রামের মৃত কালী কুমার বৈষ্ণবের পুত্র কুঞ্জ বিহারী বৈষ্ণব (৪৫) বিষপান ও আহুতি বাটরা গ্রামের ছেলে জগদীশ চন্দ্র গাইন (৮০) নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নারায়ণগঞ্জ ॥ বন্দরের হালুয়াপাড়া এলাকায় ইকবাল হোসেন (২৭) নামে যুবকের গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের স্ত্রীর অভিযোগ, প্রেম করে বিয়ে করায় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। জানা গেছে, কাজিপাড়া গ্রামের মোল্লা বাড়ির মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে হালুয়াপাড়া গ্রামের ইকবালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে দুইজনে গোপনে বিয়ে করে। বিয়ের পর নাসরিন ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু ইকবালের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। মঙ্গলবার সকালে নাসরিককে শ্বশুরবাড়িতে তুলে দিতে ইকবালের বাড়িতে প্রস্তাব নিয়ে আসেন নাসরিনের বড় বোন ও পরিবারের লোকজন। এ সময় ইকবালের বড় ভাই বিল্লাল হোসেন ও ছোট ভাই ইমরান তাদের গালমন্দ করে এবং মারধরের চেষ্টা করে। পরে তারা নাসরিনকে নিয়ে চলে যায়।
×