ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে দিনমজুর গৃহবধূ ধর্ষকের বিরুদ্ধে মামলা করে বিপাকে

প্রকাশিত: ০৬:৫০, ২০ জুন ২০১৭

বরিশালে দিনমজুর গৃহবধূ ধর্ষকের বিরুদ্ধে মামলা করে বিপাকে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ধর্ষণের অভিযোগে মামলা করে বিপাকে পড়েছেন আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সা গ্রামের দুই সন্তানের জননী গৃহবধূ। ধর্ষিতার প্রতিবন্ধী স্বামীকে অভিযুক্ত ধর্ষক তার বাড়িতে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষিতা গৃহবধূর চরিত্র হননের অভিযোগ এনে উল্টো আদালতে প্রতিবন্ধী স্বামীকে দিয়ে মামলা করিয়েছেন। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আদালতে দায়ের ধর্ষিতা গৃহবধূর এজাহারে জানা গেছে, প্রতিবন্ধী স্বামীর অসুস্থতার সুযোগে পূর্ব পয়সা গ্রামের কুমোদ দেওয়ানের ছেলে পয়সারহাট বাসস্ট্যান্ডের হোটেল ব্যবসায়ী আয়নাল হক দেওয়ান দীর্ঘদিন থেকে গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। দিনমজুর গৃহবধূ আয়নালের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৬ মে রাতে বাদীর খুপরি বসতঘরে ঢুকে আয়নাল তাকে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আয়নাল পালিয়ে যায়। সূত্রে আরও জানা গেছে, বিষয়টি স্থানীয়ভাবে বিচারের আশ্বাস দিয়ে দীর্ঘ প্রহসনের পর ১৪ মে ধর্ষিতা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় আয়নালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন। পুলিশ রাতেই আয়নালকে গ্রেফতার করে থানায় নিয়ে এলে স্থানীয় লোকজন ও ইউপি চেয়ারম্যানের বিচারের আশ্বাসে অভিযুক্ত আয়নালকে মুচলেকা দিয়ে থানা থেকে ছেড়ে দেয়া হয়। পরবর্তী সময়ে দীর্ঘদিনেও ধর্ষিতা কোন বিচার না পেয়ে ২২ মে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আয়নাল হক দেওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। আদালতের বিচারক শেখ আবু তাহের অভিযোগটি আমলে নিয়ে আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ধর্ষিতা অভিযোগ করেন, আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আয়নাল ও তার সহযোগীরা স্থানীয় গ্রাম্যমোড়লদের ম্যানেজ করে তার প্রতিবন্ধী স্বামীকে কৌশলে আটক করে। সম্প্রতি আদালতে তার প্রতিবন্ধী স্বামীকে দিয়ে স্ত্রীর (ধর্ষিতা) চরিত্র হনন করে স্থানীয় ইট ও বালু ব্যবসায়ী আবুল মিয়ার বিরুদ্ধে মামলা করা হয়। বিচারক মামলাটি তদন্তের জন্য আগৈলঝাড়া থানার ওসিকে নির্দেশ দেন। থানার ওসি জানান, আদালতের নির্দেশে তিনি নিজেই প্রকাশ্যে ও গোপনে তদন্ত করে আবুল মিয়ার বিরুদ্ধে নির্যাতিতা নারীর প্রতিবন্ধী স্বামীর দায়ের মামলার কোন সত্যতা পাননি। সূত্রে আরও জানা গেছে, আয়নালের বিরুদ্ধে মামলা করায় ক্ষিপ্ত হয়ে ২৮ মে সকালে আয়নাল তার সহযোগীদের নিয়ে বাদীর বাড়িতে গিয়ে মামলা প্রত্যাহারের জন্য ধর্ষিতা গৃৃহবধূকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ধর্ষিতা ৩১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১১ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেন।
×