ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উখিয়ায় আল-এ্যাকিন জঙ্গীদের হাতে আরএসও ক্যাডার খুন

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ জুন ২০১৭

উখিয়ায় আল-এ্যাকিন জঙ্গীদের হাতে আরএসও ক্যাডার খুন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আরাকানে বিচ্ছিন্নতাবাদী জঙ্গী সংগঠন আল-এ্যাকিন ও আরএসও ক্যাডারদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উখিয়ার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘাত সৃষ্টি হচ্ছে। অপহৃত দুই রোহিঙ্গা জঙ্গীর একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে বালুখালী ছড়া থেকে আরএসও ক্যাডার সেলিমের লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ১৩ জুন রাতে আল ইয়াকিন জঙ্গী সংগঠনের নেতা জাবের, আব্দুল হাকিম, ইউনুচ, নুর কামাল, নুরুল ইসলাম, শামশুল আলমসহ কয়েকজন অস্ত্রের মুখে আনরেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের যুগ্ম সম্পাদক মোঃ আইয়ুব ও রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা আলী আহামদের পুত্র সেলিমকে অপহরণ করে গভীর অরণ্যে নিয়ে যায়। বিষয়টি ক্যাম্প কমিটির পক্ষ থেকে উখিয়া থানা পুলিশকে অবহিত করার পর থানা পুলিশ তৎপরতা চালালেও সন্ত্রাসীদের ধরতে বা অপহৃতদের উদ্ধার করতে পারেনি। অবেশেষে রবিবার সেলিমের লাশ পাওয়া গেলেও নিখোঁজ রয়েছে মোহাম্মদ আইয়ুব। উখিয়া থানার ওসি লাশ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেন।
×