ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের হাইকমিশনারকে ব্রিটিশ পররাষ্ট্র দফতরে তলব

প্রকাশিত: ০৭:৫৬, ৮ জুন ২০১৭

বাংলাদেশের হাইকমিশনারকে ব্রিটিশ পররাষ্ট্র দফতরে তলব

স্টাফ রিপোর্টার ॥ ব্রিটেনে নির্বাচন নিয়ে নেতিবাচক একটি লেখার বিষয়ে ব্যাখ্যা চাওয়ার জন্য বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মাদ নাজমুল কাউনাইনকে তলব করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর। জানা গেছে, যুক্তরাজ্যের বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদিরের লেখা ‘এ লেবার উইন অন দি কার্ডস?’ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নাজমুল কাউনাইনকে মঙ্গলবার পররাষ্ট্র দফতরে তলব করা হয়েছিল। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচন নিয়ে এ লেখাটি ঢাকার একটি দৈনিকে ছাপা হয় এবং সেখানে নাদিম কাদিরের পরিচয় দেয়া হয়েছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার। নাদিম কাদিরের লেখায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে এবং তার দল কনজারভেটিভ পার্টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে এবং বিরোধী দলীয় নেতা জেরেমি করবিনের ঢালাও প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে লেবার পার্টি নির্বাচনে জিতবে।
×