ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

‘মৃত্যুস্নান ও প্রতিবাদী মুখগুলো’ পথনাটকের উদ্বোধনী প্রদর্শনী

প্রকাশিত: ০৫:১৮, ৫ জুন ২০১৭

‘মৃত্যুস্নান ও প্রতিবাদী মুখগুলো’ পথনাটকের উদ্বোধনী প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ লজ্জা ধর্ষিতার নয়, বরং ঘৃণার পাত্র ধর্ষক। এ বিষয়কে উপজীব্য করে নতুন পথনাটক নিয়ে এলো নাট্যদল মহাকাল সম্প্রদায়। আর এ প্রযোজনাটি গড়ে উঠেছে কর্মশালার মাধ্যমে বাছাইকৃত নবীন অভিনয়শিল্পীদের সমন্বয়ে। ‘মৃত্যুস্নান ও প্রতিবাদী মুখগুলো’ শীর্ষক পথনাটকটি রচনা করেছেন তৌহিদ শিশির। নির্দেশনা দিয়েছেন মোঃ শাহনেওয়াজ। প্রযোজনাটির উদ্বোধনী প্রদর্শনী হলো রবিবার। বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে এ প্রদর্শনী হয়। পথনাটকটির কাহিনী এগিয়েছে নারী নির্যাতনকে সামনে রেখে। নারীর ওপর উপর্যুপরি অমানবিক পাশবিকতা কিভাবে নারীকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে কিংবা আত্মহননমুখী হওয়ার চিত্র উঠে এসেছে নাটকের গল্পে। উল্টোদিকে আছে প্রতিবাদের কথা। গুটিকয়েক সাহসী নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং আঘাত করছে সভ্য সমাজকে। মুখোশধারীদের চেহারা উন্মোচন করে একটি মানবিক সমাজ গড়তে নারীদের ঐক্যবদ্ধ লড়াই এ পথনাটকের উপজীব্য। ঈদের পর থেকে নিয়মিত প্রদর্শনী শুরু হবে এ নাটকটির বলে জানান মহাকালের দলপ্রধান মীর জাহিদ হাসান। নাটকটির সহকারী নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন বাহার সরকার ও তৌহিদ শিশির এবং সমন্বয় করছেন ইকবাল চৌধুরী ও ফারাবি আকন্দ। নাটকটিতে অভিনয় করছেন- নীশা, অর্পিতা, তাসনুভা রহমান, মায়া, সেজুথি খন্দকার, সিয়াম আহমেদ রাব্বি, স্বপ্নিল, আশরাফুল ইসলাম, হুমায়ুন কবির, আহাদুজ্জামান কলিন্স, নাসিম মিয়া, রুহুল আমিন, রাজু আহমেদ রুপম, রকিব হাসান, আরিফ হোসেন, আজহার, আকাশ ও সুরেলা নাজিম। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস প্রমুখ। নাটক শেষে মহাকালের পক্ষ থেকে নাট্যকর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।
×