ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাবুলে দাফন অনুষ্ঠানে হামলা, নিহত ৭

প্রকাশিত: ০৮:০২, ৪ জুন ২০১৭

কাবুলে দাফন অনুষ্ঠানে হামলা, নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে সালিম এজাদিয়ার নামে এক বিক্ষোভকারীর দাফন অনুষ্ঠানে বিস্ফোরণে সাতজন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে। কাবুলে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সরকারবিরোধী বিক্ষোভের সময় মারা যান সালিম। খবর বিবিসি অনলাইনের। গত বুধবার কাবুলের কূটনীতিক এলাকায় ট্রাকবোমা হামলায় ৯০ জন নিহত ও শতাধিক আহত হন। ২০০১ সালের পর আফগানিস্তানের রাজধানীতে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। এর মধ্য দিয়ে রাজধানীর সবচেয়ে নিরাপদ এলাকাতেও যে জঙ্গীরা হামলা চালানোর ক্ষমতা রাখে সেটাই ফুটে ওঠে। ওই হামলার পর শুক্রবার কাবুলের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতাকে কেন্দ্র করে আশরাফ ঘানির পদত্যাগের দাবিতে কয়েক শ’ লোক রাজপথে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে সালিমসহ চারজন নিহত হন। এরপর সালিমের শেষকৃত্য অনুষ্ঠানে আবার হামলার ঘটনা ঘটল।
×