ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ছায়াপথের সাংস্কৃতিক পরিবেশনা

প্রকাশিত: ০৩:৪৪, ২৮ মে ২০১৭

কিশোরগঞ্জে ছায়াপথের সাংস্কৃতিক পরিবেশনা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ ‘স্বপ্নের ছায়াপথে করে চলি আলোর সন্ধান’ স্লোগানে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারী কলেজের ইংরেজী বিভাগের সাংস্কৃতিক সংগঠন ‘ছায়াপথ’র বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। নবাগত শিক্ষার্থীদের বরণ ও বৈশাখ উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কলেজে ‘ছায়াপথ’ কার্যকরী ভূমিকা রাখছে বলে কর্তৃপক্ষ জানায়। ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর আবদুল মমিনের সভাপতিত্বে সম্প্রতি কলেজের শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক রামচন্দ্র রায়। এ ছাড়াও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এসএ নজরুল ইসলাম মজুমদার, প্রবীণ অধ্যাপক ও সাহিত্যানুরাগী প্রাণেশ কুমার চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. একেএম মাজহারুল হক, সহকারী অধ্যাপক নীলিমা শিরীন, মাহবুবা সুলতানা, প্রভাষক স্বপন কুমার ঘোষ প্রমুখ। শেষে কবি লিয়া মল্লিক ও গল্পকার জমাতুল ইসলাম পরাগের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের শিল্পী জান্নাতুল নাঈম পিংকী, নুরেন দুর্দেনা সীমুন, ছায়াপথের শিল্পীরা একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন।
×