ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের পুঁজি ২৭০

প্রকাশিত: ০৫:৪৩, ২৫ মে ২০১৭

নিউজিল্যান্ডের পুঁজি ২৭০

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুতে মনে হয়েছিল তিন শ’ রান করে ফেলবে নিউজিল্যান্ড। সেখান থেকে নিউজিল্যান্ডের রানের লাগামটা ধরতে পারলেন বাংলাদেশ বোলাররা। এরপরও ২৭০ রান করে ফেলেছে নিউজিল্যান্ড। তিনজাতি সিরিজে ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করার সুযোগটি পেয়ে কাজে লাগায় কিউইরা। অধিনায়ক টম লাথামের ৮৪, নেইল ব্রুমের ৬৩ ও রস টেইলরের অপরাজিত ৬০ রানে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করে নিউজিল্যান্ড। বল হাতে সাকিব আল হাসান, নাসির হোসেন ও মাশরাফি বিন মর্তুজা ২টি করে উইকেট শিকার করেন। শুরুতেই মুস্তাফিজুর রহমান ‘কাটারে’ বিধ্বস্ত করেন রনকিকে। মনে হচ্ছিল মুস্তাফিজের নৈপুণ্যের ধারাবাহিকতা দেখা যাবে। কিন্তু শেষ পর্যন্ত সেটি মিলল না। তবে রানও খুব বেশি দেননি। ১০ ওভারে ৪৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। খারাপ নয়। তবে মুস্তাফিজের চেয়ে এদিন সাকিব, নাসির, মাশরাফি আলো ছড়িয়েছেন। একটা সময় মনে হচ্ছিল তিন শ’ রান হয়ে যাবে। সেই লাগাম টেনে ধরতে পেরেছেন বোলাররা। সেই কাজটি সবার আগে করেন নাসির হোসেন। সাত মাস পর ওয়ানডে খেলতে নেমেছেন। সুযোগ পেয়েছেন একাদশে খেলার। কিন্তু শুরুতেই একটি ক্যাচ ছেড়ে দেন। তা পুষিয়েও দেন। যখন দ্বিতীয় উইকেটে টম লাথাম ও নেইল ব্রুম ১৩৩ রানের জুটি গড়ে ফেলেন তখনই নিউজিল্যান্ড ইনিংসে আঘাত হানেন নাসির। ব্রুমকে (৬৩) আউট করার কিছুক্ষণ পরেই লাথামকে (৮৪) সাজঘরে ফেরান। বাংলাদেশও যেন প্রাণ খুঁজে পায়। নিউজিল্যান্ডকে চেপে ধরে। এরপর নিউজিল্যান্ড ব্যাটসম্যানরাও যেন ছন্নছাড়া হয়ে পড়েন। এক এক করে উইকেট যেতে থাকে। তিন শ’ রানের সম্ভাবনা তখনই শেষ হয়ে যায়। দেখতে দেখতে ২৫৮ রানের মধ্যে ৮ উইকেটের পতনও ঘটে। এরমধ্যে সাকিব ও মাশরাফি ২টি করে উইকেট নিয়ে কিউইদের চাপ বাড়িয়ে দেন। কিন্তু উইকেট আঁকড়ে থাকেন রস টেইলর। তিনিই শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ২৭০ রানে নিয়ে যান। নিজেও অপরাজিত ৬০ রান করেন।
×