ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্থায়ী কমিটির বৈঠক

পুলিশী হয়রানির বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে বিএনপি

প্রকাশিত: ০৮:২৬, ২২ মে ২০১৭

পুলিশী হয়রানির বিচার চেয়ে  স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির নামে হয়রানির বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। রবিবার রাতে বেগম জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিএনপি আনুষ্ঠানিকভাবে জানতে চাইবে কেন বিএনপিকে কোন রাজনৈতিক কর্মসূচী পালন করার অনুমতি দেয় না পুলিশ। একই সঙ্গে সারাদেশে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, পুলিশ ব্যবহার করে বিরোধী দলের কার্যালয় তছনছ করার মতো অপরাজনীতিকে বিদায় করতে চায় তার দল। নিজ কার্যালয়ের তালা ভেঙ্গে পুলিশের তল্লাশির পরিপ্রেক্ষিতে রবিবার নিজের টুইটার এ্যাকাউন্টে এক টুইটে খালেদা জিয়া এ কথা বলেন। বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই টুইট করেন তিনি। টুইট বার্তায় বিএনপির চেয়ারপার্সন লেখেন, ‘পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই। স্থায়ী কমিটির সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও লে. জে. (অব.) মাহবুবুর রহমান। স্থায়ী কমিটির একজন সদস্য জানান, দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে শনিবার সকালে পুলিশ তল্লাশি চালিয়েছে। এ ঘটনাটি নিছক হয়রানির জন্য করা হয়েছে। দল সিদ্ধান্ত নিয়েছে প্রতিবাদ সভা করার। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হবে। তিনি জানান, এই ঘটনার বিচার চেয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন বিএনপিকে রাজনৈতিক কর্মসূচীর অনুমতি দেয় না পুলিশ। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানতে চাইব। কেন আমাদের কর্মসূচীতে বাধা দেয়া হয়? রাত সাড়ে নটার বৈঠক শেষ হয় সাড়ে ১১টায়। দুই ঘণ্টার আলোচনায় বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পুলিশী তল্লাশির বিষয়টি প্রধান্য পায়। বৈঠকের একটি সূত্র জানায়, এভাবে হয়রানির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া যায় কি না সে বিষয়টি আলোচিত হয়েছে। তবে কোন পদক্ষেপ নেয়ার আগে দলের সিনিয়র আইনজীবীদের মতামত নেয়ার সিদ্ধান্ত হয়েছে। স্মারকলিপির বিষয়টি চূড়ান্ত করতে বৈঠকে বেগম খালেদা জিয়াকে দায়িত্ব দেয়া হয়। বৈঠকের একটি সূত্র জানায়, ঈদের পর বিএনপির কেন্দ্রীয় নেতারা জেলা এবং উপজেলা পর্যায়ে সাংগঠনিক সফরে যাবেন। এছাড়াও বৈঠকে সম্প্রতি বেগম জিয়া ঘোষিত ভিশন-২০৩০ নিয়ে আলোচনা হয়। তবে আরও আলোচনার মাধ্যমে ভিশন ঘোষণা করা হলে ভাল হতো বলে মনে করেন কেউ কেউ। বৈঠকে বলা এখনও বিএনপি ঘোষিত ভিশনে সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে।
×