ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২৬, ২১ মে ২০১৭

টুকরো খবর

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২০ মে ॥ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি, শেরপুর জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের নিউমার্কেট মোড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম-আহবায়ক ও সদর উপজেলা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মুহসীন আলী আকন্দ, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ চান মিয়া, সাধারণ সম্পাদক একেএম শাহানূর হাবীব, নালিতাবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইমদাদুল হক কাজল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন। বরিশালে ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য, মাদক সম্রাট মিন্টু হাওলাদারকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। মিন্টু গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের আজিজ হাওলাদারের ছেলে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গৌরনদী মডেল থানার এসআই মুজাহিদ জানান, স্থানীয়দের সহায়তায় শুক্রবার রাত দশটার দিকে নিজ এলাকায় আত্মগোপনে থাকা একাধিক ডাকাতি ও মাদক মামলার পলাতক আসামি মিন্টু হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। গৃহবধূর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ মে ॥ লতাচাপলী ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামে স্বামী পরিত্যক্তা গৃহবধূ লাইজু (২০) গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে আত্মহননের ঘটনাটি ঘটেছে। লাইজুর মা চন্দ্রবানু জানান, সকাল আটটার দিকে ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে লাইজুকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। চিৎকার করে লোকজন খবর দিয়ে ঝুলন্ত অচেতন দেহ নামান। কিন্তু ততক্ষণে সব শেষ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটের বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামে পানিতে ডুবে তানিসা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের তারিকুল ইসলামের মেয়ে। শনিবার বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। সে কখন পানিতে পড়ে যায় তা কেউ বলতে পারে না। পরে তার লাশ ভাসতে দেখে তা উদ্ধার করা হয়। পুকুরে বিষ দিয়ে মাছ নিধন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২০ মে ॥ বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের রাহেলা গ্রামের একটি পুকুরে বিষ ঢেলে প্রায় ৯০ হাজার পোনা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পুকুরের মালিকরা জানিয়েছেন। শনিবার ভোরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুকুরের মালিক ফেনু মিয়া ও মাসুক মিয়া জানান, গত কয়েক মাস আগে পুকুরে ৭০ হাজার পাঙ্গাস মাছের পোনাসহ সরপুঁটি, রুই, কাতলা, তেলাপিয়া, শিংমাছ ও মাগুর মাছের পোনা পুকুরে ছাড়া হয়েছিল। প্রতিটি পোনা মাছ ৩-৪ ইঞ্চি কিংবা ৫-৬ ইঞ্চি মাছ হয়েছে। শনিবার ভোরে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দিলে হাজার হাজার মাছ মরে পানিতে ভেসে উঠে। ছিনতাইকারী আটক নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২০ মে ॥ বিচারকের মোবাইল ছিনতাইর ঘটনায় মহসিনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে বাউফল থানার এসআই সাঈদ ও এসআই রিপন কেশবপুর ইউনিয়নের ভড়িপাশা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তার বাবার নাম মাওলানা মোতাহার হোসেন। জানা গেছে, ঢাকা আদালতের বিচারকের মোবাইল ফোন ছিনতাই ঘটনায় ২ মে শেরে বাংলা নগর থানায় মামলায় হয়। এরপর পুলিশ মোবাইল ট্রাকিং করে মহসিনের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে। মহসিন জানান, তিনি বিচারপতির মোবাইলটি ছিনতাই করেননি। একজনের কাছ থেকে কিনেছেন। রাজশাহীতে গ্রেফতার ৪০ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ওয়ারেনটভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ীসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মহানগরীর চার থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, অভিযানে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ১২ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ৪ জন এবং ডিবি পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকদ্রব্যসহ ৫ জনকে এবং অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পদ্মায় নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পদ্মায় নেমে নিখোঁজ রাজশাহী কলেজের ছাত্র মিনহাজ হোসেন বান্টির (১৯) খোঁজ মেলেনি দুই দিনেও। শনিবার সকাল থেকে তাকে উদ্ধারে পদ্মায় তল্লাশি চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। শুক্রবার বিকেলে পদ্মার চরে ঘুরতে গিয়ে পানিতে পড়ে বান্টি। এরপর থেকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার এসআই মিজানুর রহমান। বান্টি রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি বগুড়ার লস্করপাড়ার সাইফুল ইসলামের ছেলে। মা সমাবেশ সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২০ মে ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া উন্মেতুন্নেচ্ছা উচ্চবিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষানুরাগী আব্দুল কুদ্দুুছ চকদার মাখন প্রমুখ। জঙ্গীবিরোধী সম্মেলন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জঙ্গীবাদ, বাল্যবিবাহ রোধ ও মাদকবিরোধী বিশেষ সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়। ইসলামী ফাউন্ডেশনের অধীন জামে মসজিদের ইমাম, পুলিশ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাসহ প্রায় পাঁচশ’ প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, পুলিশ সুপার ও এনএসআই উপ-পরিচালকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর) ইফতেখার উদ্দীন শামিম উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২০ মে ॥ শুভাঢ্যা ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেলে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। শুভাঢ্যা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, সাধারণ সম্পাদক ডাঃ সেলিম, ছাত্রলীগ আহ্বায়ক ফারুক হোসেন মিঠু, স্বেচ্ছাসেবক লীগ নেতা রযমান আলী মেম্বার, সেলিম আহমেদ, নূরে আলম, ইব্রাহিম হোসেন, রতন প্রমুখ। জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ১২ নিজস্ব সংবাদদাতা, মংলা, ২০ মে ॥ মংলা শহরতলীর কবরস্থান রোডে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, কবরস্থান রোড এলাকার বাসিন্দা জিল্লুর রহমান ও মিজান তালুকদারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য পূর্ব সিদ্ধান্তানুযায়ী শনিবার সকালে মাপজোখ চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে জিল্লুর রহমানের পরিবার ও মিজান তালুকদারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১২জন আহত হয়। নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পরিবেশবান্ধব কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত ভ্যালু চেনের মাধ্যমে অতিদরিদ্র শ্রেণীর মানুষের অর্থনৈতিক স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্যে ‘সেফ’ প্রকল্পের অধীনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ধানসিঁড়ির মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় ভোক্তা, কৃষক-কৃষাণি, ব্যবসায়ী, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী উদ্যোক্তা, প্রক্রিয়াজাত কোম্পানির প্রতিনিধি, চেম্বার, আর্থিক প্রতিষ্ঠান এবং সুশীল প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বক্তব্য দেন ক্যাব বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, চেম্বার অব কমার্স প্রতিনিধি শাজাহান মিনা, সরদার সেলিম আহম্মেদ, জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক হাসান আরেফ, ইরির কনসালট্যান্ট লতিফুল। গাঁজা আটক করে পুলিশ বিপাকে স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সাদা পোশাকধারী দুই পুলিশ ফুলবাড়ী সীমান্ত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে নিয়ে আসার সময় সন্দেহ হলে মালামালসহ তাদের আটক করে বিজিবি। এ সময় পুলিশের পরিচয়পত্র সঙ্গে না থাকায় বিপাকে পড়েন ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন ও কনেস্টবল আনোয়ার হোসেন। এ নিয়ে পথে উভয়ের মধ্যে বাগ্বিত-া হয়। পড়ে উভয় প্রশাসনের হস্তক্ষেপে পুলিশ ও বিজিবির সমন্বয়ে ঘটনাস্থল থেকে আটক গাঁজা থানায় নিয়ে আসা হয়। পরে যৌথ মামলা দায়ের করা হয় গাঁজা মালিকদের বিরুদ্ধে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফুয়াদ রুহানী জানান, শনিবার সকাল ৯টার সময় ফুলবাড়ী উপজেলার ৯৩১নং আন্তর্জাতিক মেন পিলারের কাছে ধুলারকুটি এলাকায় নারী শিশু নির্যাতন আইনের মামলা তদন্ত করার জন্য এসআই ইসমাইল হোসেন ও কনেস্টবল আনোয়ার হোসেনকে পাঠানো হয়। এ সময় গোপন সংবাদে ওই এলাকার চেংটু মিয়ার ছেলে জয়নাল আবেদীনের বাড়ি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে তারা। এ গাঁজা নিয়ে আসার সময় কোন কিছু বুঝে ওঠার আগেই বিজিবির সদস্যরা বালারহাট সংলগ্ন এলাকায় তাদের পরিচয় জানানোর জন্য মোটরসাইকেলের গতিরোধ করে। তারা পরিচয় দেয়া সত্ত্বেও তাদের ছেড়ে না দিয়ে বিজিবির উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে। আইআইইউসিতে বিক্ষোভ অব্যাহত নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২০ মে ॥ সীতাকু-ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) বিদেশী ছাত্ররা দেশীয় ছাত্রদের উপর মারধর ও হামলার ঘটনায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশী প্রহরায় বিদেশী ছাত্রদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। শনিবার সকাল থেকে উপজেলার সোনাইছড়ি জোড়ামতল ঘোড়ামারা এলাকায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এই বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে আহত নোমান চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছে। বিক্ষোভ চলাকালে বেশিরভাগ ক্লাস বর্জন করেছে ছাত্র/ছাত্রীরা। বিক্ষোভে ছাত্ররা সহকারী প্রক্টর হাবিব উল্ল্যাহ পদত্যাগ ও নাইজিরিয়ান ছাত্রদের বহিষ্কার দাবি করেন। জানা যায়, শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সীতাকু-ে অবস্থিত আইআইইউসিতে নাইজিরিয়ান ছাত্রদের সঙ্গে বাংলাদেশের কয়েকজন ছাত্রের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে কর্তৃপক্ষ এসে ছাত্রদের আবাসিক হলে প্রেরণ করে। সন্ধ্যার দিকে দেশীয় ছাত্ররা হল থেকে বিশ্ববিদ্যালয়ের বাইরে এলে নাইজিরিয়ান ছাত্ররা তাদের ওপর বিল্ডিংয়ের ছাদ থেকে পাথর ও ইট ছুড়ে মারে। পরে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ নাইজিরিয়ান ছাত্রের হাতে দেশী ৮ ছাত্রের আহত হয়। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শতভাগ সাফল্যে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আনন্দ উৎসব হয়েছে। শনিবার লৌহজং উপজেলার হলদিয়া বহুমুখী প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আতাউর রহমান মৃধা খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, ক্রীড়া সংগঠক মেহেদি হাসান, মেদিনী ম-ল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, খোরশেদ আলম বাবুল, কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন প্রমুখ। এ বছর হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১২০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে শতভাগ শিক্ষার্থীই কৃতকার্য হয়। এর মধ্যে ৯ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। এ ৯ শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ১টি করে ল্যাপটপ উপহার দেয়া হয়। এছাড়া এ ৯ শিক্ষার্থীর মায়েদের গর্বিত মাতা হিসেবে ক্রেস্ট, ১১১ শিক্ষার্থীকে মেডেল ও বিদ্যালয়ের ২২ শিক্ষককে একটি করে মোবাইল ফোন সেট উপহার হিসেবে দেয়া হয়। বিদ্যুত দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২০ মে ॥ কাউখালীতে পল্লী বিদ্যুতের অনিয়ম, অব্যবস্থাপনায় চরম বিদ্যুত বিভ্রাটে অতিষ্ট এলকাবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে শনিবার সকালে শহরের উত্তর বাজার সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বিদ্যুত বিভ্রাটের প্রতিবাদ জানায়। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী পল্লী বিদুতের বিরুদ্ধে হারিকেন ও হাতপাখা নিয়ে প্রতীকী প্রতিবাদে অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ খসরুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মেঃ রেজাউল করিম রতন, ব্যবসায়ী আবু ফরিদ, প্রভাষক নজরুল ইসলাম বাবু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, সংস্কৃতিজন সুব্রত রায় ও অরুণ কর্মকার। নদীতে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২০ মে ॥ শনিবার বিকেলে গোসল করতে গিয়ে নিজনান্দুয়ালী গ্রামে নবগঙ্গা নদীতে ডুবে প্রতিবন্ধী কিশোর রাশেদের (১৬) মৃত্যু হয়েছে । সে নিজনান্দুয়ালী গ্রামের আব্দুস সোবহান ম-লের ছেলে। জানা গেছে, নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে প্রতিবন্ধী কিশোর রাশেদ নিখোঁজ হয়। এলাকাবাসী উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদী থেকে রাশেদের মৃতদেহ উদ্ধার করে।
×