ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কপাল খুলল কার্তিকের

প্রকাশিত: ০৫:৪৬, ২০ মে ২০১৭

কপাল খুলল  কার্তিকের

স্পোর্টস রিপোর্টার ॥ কথায় আছে, ‘কারও পৌষ মাস কারও সর্বনাশ।’ মানীশ পা-ের ইনজুরিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলেন দীনেশ কার্তিক। ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে জানানো হয়েছে, অনুশীলনের সময় মানীশ পা-ে পিঠের মাংসপেশিতে টান পড়ায় কার্তিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মানীশ দলের সঙ্গেই থাকবেন। ৩১ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান কার্তিক ভারতের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৪ সালে ঢাকায় এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে। টি২০-টেস্টে তারও আগে ২০১০ সালে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বরাবরই ভাল করে লাইমলাইটে ছিলেন। সবার আগে ফাইনাল নিশ্চিত করা গুজরাট লায়ন্সের হয়ে এবারও দুর্দান্ত। ১৪ ম্যাচে ৩৬.১০ গড়ে করেছেন ৩৬১ রান। তিরিশ পেরোনো বয়সে এসেও তাই বড় দলের বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলেন চেন্নাইয়ের এই ক্রিকেটার। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান (২০১৩) চ্যাম্পিয়ন। গত আসরেও দলের অন্যতম সদস্য হিসেবে ছিলেন কার্তিক। তবে ইনজুরির কারণে বাদ পড়েন। এরপর আর জায়গা পুনরুদ্ধার করতে পারেননি। কারণ এ সময়ে লোকেশ রাহুল, মানীশ পা-েরা ভাল করেছেন। দল হিসেবে ভারত হয়ে উঠেছে আরও দুর্ধর্ষ। আরেক প্রতিভাবান রাহুলেরও দুর্ভাগ্য, ইনজুরির জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া হচ্ছে না। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষেও ছিলেন না তিনি। রাহুল না থাকায় রোহিত শর্মাকে অন্তর্ভুক্ত করা হয়। যদিও ওয়ানডে ইতিহাসে দু’দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানো ওপেনারের ফর্মটা ঠিক তার মতো নয়। তবু অভিজ্ঞতার বিচারে জায়গা করে নিয়েছেন। কেবল যুবরাজ সিং আর দীনেশ কার্তিকই নন, ভারতের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন ২০১৫ সালের পর ইনজুরি কাটিয়ে ফেরা ফাস্ট বোলার মোহাম্মদ শামিও। আগামী ৪ জুন এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
×