ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পাঁচ বছর পর শিরোপার অপেক্ষায় রিয়াল

প্রকাশিত: ০৬:১৯, ১৯ মে ২০১৭

পাঁচ বছর পর শিরোপার অপেক্ষায় রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ ভাবা যায়। পাঁচ বছর স্প্যানিশ লা লিগার শিরোপা বঞ্চিত রিয়াল মাদ্রিদ!! সেই ২০১২ সালে শেষবার ট্রফি জিতেছে গ্যালাক্টিকোরা। এরপর গত চার বছর বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদের দাপটে লীগে অসহায় ছিল তারা। অবশেষে সেই খরা ঘুচতে চলেছে। পাঁচ বছর পর লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে আছে রিয়াল। আগামী রবিবার চলমান মৌসুমের শেষ ম্যাচে মালাগার বিরুদ্ধে ড্র করলেই শিরোপার হাসি হাসবেন রোনাল্ডো, বেল, বেনজামারা। এটি সম্ভব হয়েছে বুধবার রাতে দুর্দান্ত এক জয়ে। এ রাতে সব শঙ্কা কাটিয়ে স্বাগতিক সেল্টা ভিগোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। আর তাতেই বার্সাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে জিনেদিন জিদানের দল। বর্তমানে ৩৭টি করে ম্যাচ শেষে রিয়ালের ভা-ারে জমা সর্বোচ্চ ৯০ পয়েন্ট। ৮৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। শেষদিনে এইবারের বিরুদ্ধে বার্সা জিতলেও লাভ হবে না যদি মালাগার বিরুদ্ধে রিয়াল হার এড়াতে পারে। কাতালানদের সম্ভাবনা একটা জায়গাতেই, যদি মালাগার কাছে রিয়াল হারে, আর তারা নিজেদের ম্যাচ জেতে। গত সপ্তাহে সেভিয়ার বিরুদ্ধেও জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছুঁয়েছিলেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৪০০ গোলের মাইলফলক। ইউরোপের সেরা পাঁচ লীগে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে নাম লিখিয়েছিলেন ইংল্যান্ডের জিমি গ্রাভিসের পাশে। সেল্টা ভিগোর বিরুদ্ধে দুই গোল করে গ্রাভিসকে ছাড়িয়ে নতুন উচ্চতায় উঠেছেন রোনাল্ডো। ইউরোপের সেরা পাঁচটি লীগে (ইংলিশ প্রিমিয়ার লীগ, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি এ ও ফরাসী লীগ ওয়ান) সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি দীর্ঘদিন ধরে ছিল গ্রাভিসের দখলে। ১৯৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ইংল্যান্ডের কয়েকটি ক্লাবে খেলে ৩৬৬টি গোল করেছিলেন তিনি। রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রিমিয়ার লীগ ও লা লিগায় করেছেন ৩৬৮টি গোল। এখনও খেলে যাচ্ছেন এমন খেলোয়াড়দের মধ্যে সি আর সেভেনের সবচেয়ে কাছাকাছি আছেন লিওনেল মেসি। বার্সিলোনার হয়ে লা লিগায় তিনি করেছেন ৩৪৬টি গোল। সেল্টার মাঠে ম্যাচের ১০ মিনিটেই রোনাল্ডোর জোরালো ভলিতে এগিয়ে যায় সফরকারীরা। আর ব্যবধান দ্বিগুণ করতে দ্বিতীয়ার্ধের শুরুতে ভুল করেননি সি আর সেভেন। ৪৮ মিনিটে গোলটি করেন তিনি। ৬২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ইয়াগো আসপাস মাঠ ছাড়লে সেল্টা দশজনের দলে পরিণত হয়। যদিও এই লালকার্ড নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তবে কিছুক্ষণ পরেই জন গুইডেট্টির গোলে সেল্টা কিছুক্ষণের জন্য হলেও ম্যাচে ফিরে আসে। তবে ৭০ মিনিটে বেনজামা ও ৮৮ মিনিটে টনি ক্রুসের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ম্যাচে রিয়াল কোচ জিনেদিন জিদান তার মূল একাদশে কোন পরিবর্তন আনেননি। প্রায় দুইমাস পরে রোনাল্ডো প্রথম এ্যাওয়ে ম্যাচে মূল একাদশে খেলতে নেমেছিলেন। এক সপ্তাহ আগে এ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল নিশ্চিত করা দলটির ওপরই আস্থা রেখেছিলেন জিদান। আর তার ফলও পেয়ে যান দ্রুতই। এই নিয়ে গত নয়টি লা লিগা ম্যাচের আটটিতেই পরাজিত হলো সেল্টা। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ইউরোপা লীগের সেমিফাইনাল থেকেও বিদায় নিতে হয়েছে তাদের। এখন শিরোপা উৎবসের অপেক্ষায় আছে রিয়াল। সেটি হলে নিশ্চিতভাবেই ব্যাংক এ্যাকাউন্ট ফুলে উঠবে স্প্যানিশ পরাশক্তিদের। অবাক করা তথ্য, রিয়াল ট্রফি জিতলে নাকি লাভ আছে শেষ ম্যাচের ভাগ্য বিধাতা মালাগারও। চলতি মৌসুমে রিয়াল যদি লীগ জেতে তাহলে প্রায় ৯ কোটি টাকা ক্লজ মানি পাবে আন্দালুসিয়ান ক্লাবটি। বিষয়টি এবার খোলাসা করা যাক। ২০১৩ সালে ২৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে মালাগা থেকে স্পেনের রাজধানীতে উড়ে গিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ইস্কো। ওই চুক্তির সঙ্গে ক্লজ হিসেবে যোগ ছিল একটি শর্ত। সেই শর্তে বলা হয়েছিল, ইস্কো তার নতুন ক্লাবে প্রথম পাঁচ বছরের মধ্যে যদি ঘরোয়া লীগের শ্রেষ্ঠত্ব জেতেন তাহলে ১ মিলিয়ন ইউরো পাবে মালাগা। এতদিন সেই বিষয়টি ছাইচাপা ছিল। কেননা সান্টিয়াগো বার্নাব্যুতে প্রথম চার বছরে কেবল দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জেতেন ইস্কো।
×