ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গরম পানি, টিয়ারশেল রাবার বুলেট নিক্ষেপ ॥ রোগী ও স্বজনদের দুর্ভোগ

ডিপ্লোমা মেডিক্যাল ছাত্রদের তাণ্ডব, শাহবাগ রণক্ষেত্র, অর্ধশত আহত

প্রকাশিত: ০৫:৪৯, ১৯ মে ২০১৭

ডিপ্লোমা মেডিক্যাল ছাত্রদের তাণ্ডব, শাহবাগ রণক্ষেত্র, অর্ধশত আহত

স্টাফ রিপোর্টার ॥ পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের ফি বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে এবং ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্টদের নানা দাবি দাওয়ার সূত্র ধরে শাহবাগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ডিপ্লোমা স্টুডেন্টদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বেলা সাড়ে এগারোটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। সন্ধ্যা ছয়টা নাগাদ আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ত্যাগ করে। সংঘর্ষে পুলিশ, আন্দোলনকারী শিক্ষার্থী ও পথচারীসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। আহতদের মধ্যে এক নারী পুলিশের অবস্থা গুরুতর। আন্দোলনকারীরা বেশ কয়েকটি পাবলিক বাস ভাংচুর করেছে। সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র যানজটে নাকাল হয়ে পড়েন নগরবাসী। বিশেষ করে মহাবিপাকে পড়েন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বারডেম ও ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন, চিকিৎসার জন্য আসা রোগী, রোগীদের স্বজন, চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত নার্সসহ অন্যরা। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বাধ্য হয়ে জলকামান থেকে গরম পানি ছিটায় ও টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। সন্ধ্যা নাগাদ ওই এলাকার জীবনযাত্রার মান স্বাভাবিক হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক করা হয়েছে অন্তত ২০ জনকে। জানা গেছে, মেডিক্যাল এ্যাসিটেন্স ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা, স্বতন্ত্র মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারীভাবে দশ গ্রেডে নিয়োগ, বেসরকারী ক্লিনিক-হাসপাতালে ম্যাটস থেকে পাস করা ডিপ্লোমা চিকিৎসকদের জন্য পদ সৃষ্টি ও ইন্টার্নশিপে ভাতার দাবিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পূর্বঘোষিত লংমার্চের কর্মসূচী দিয়েছিল ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন। তারই অংশ হিসেবে ডিপ্লোমা স্টুডেন্টস এ্যাসোসিয়েশন বেলা এগারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়। সেখান থেকে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পার হয়ে শাহবাগ দিয়ে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের অভিমুখে রওনা হয়। মিছিলটি বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পৌঁছে। পুলিশের উর্ধতন কর্মকর্তারা সেখানে মিছিলের নেতৃত্বদানকারীদের মিছিল নিয়ে আর না এগোতে অনুরোধ করেন। মিছিলকারীদের পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিনিধি প্রেরণের প্রস্তাব করা হয়। কিন্তু মিছিলকারীরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে মিছিল নিয়ে এগোতে উদ্যত হয়। এ সময় পুলিশ তাদের প্রথমে বাধা দেয়। সেখানে পুলিশের সঙ্গে তর্কাতর্কির পর ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। টিএসসিসহ আশপাশের এলাকাজুড়ে হুড়োহুড়ি শুরু হয়। হুড়োহুড়ির সময় সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা পাবলিক লাইব্রেরীর লোহার রেলিং টপকে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করে। অধিক মানুষের চাপে লাইব্রেরীর চারদিকে থাকা লোহার বেড়া ভেঙ্গে পড়ে। এমন পরিস্থিতির মধ্যেই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে পূর্ব নির্ধারিত সমাবেশ করছিল। পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে তারা মিছিল নিয়ে আগারগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অফিস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হয়। মিছিলটি পাবলিক লাইব্রেরীর সামনে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। আর তাতে যোগ দেয় সেখানে বিক্ষোভ করতে আসা ম্যাটস শিক্ষার্থীরা। এ সময় দুইটি মিছিল একত্রিত হয়ে শাহবাগের দিকে রওনা হয়। জাতীয় জাদুঘরের সামনে আরেক দফায় সংঘর্ষ হয়। পুলিশের বাধার মুখেও মিছিলকারীরা বেশ কয়েকটি পাবলিক বাস ভাংচুর করে। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে জলকামান থেকে গরম পানি ছিটায়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক না হলে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ, বিক্ষোভকারী, পথচারীসহ অন্তত অর্ধশত আহত হন। পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বন্ধ হয়ে শাহবাগসহ আশপাশের এলাকার দোকানপাট। বিপাকে পড়েন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রোগী, চিকিৎসা নিতে আসা রোগী, রোগীদের স্বজন, চিকিৎসকসহ চিকিৎসার সঙ্গে জড়িতরা। ছাত্র ফ্রন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুক হেলাল অনিকের দাবি, পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারী মেডিক্যাল কলেজের ফি আসন্ন বাজেটে পাঁচ গুণ বাড়ানোর উদ্যোগে নিয়েছে সরকার। এর প্রতিবাদে এবং ইউজিসির ২০ বছর মেয়াদী কৌশলপত্র বাতিল ও শিক্ষা খাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে তারা ইউজিসি ঘেরাওয়ের কর্মসূচী দিয়েছিলেন। কিন্তু পুলিশের বাধায় শাহবাগ থেকেই তারা ফিরতে বাধ্য হয়। সংঘর্ষে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল খন্দকার ফাহিমের দাবি, পুলিশ বিনা কারণে তাদের শান্তিপূর্ণ সমাবেশের উপর লাঠিচার্জ করেছে। পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট ও লাঠির আঘাতে সংগঠনের সভাপতি মুরাদ হোসেন লিমন, ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমানসহ অন্তত ২ থেকে ৩শ’ শিক্ষার্থী আহত হয়েছেন। আটক করেছে অন্তত এক শ’ জন শিক্ষার্থীকে। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা না বললে, শুক্রবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অনশন শুরু করবেন। পুলিশের রমনা জোনের উপ-কমিশনার মোঃ মারুফ হোসেন সরদার জনকণ্ঠকে বলেন, আন্দোলনকারীরা বেশ কয়েকটি পাবলিক পরিবহন ভাংচুর করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন নারী পুলিশ সদস্যের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সংঘর্ষের সময় আটক করা হয়েছে অন্তত ২০ জনকে। এ বিষয়ে এক বা একাধিক মামলা দায়ের হতে পারে। তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিনিধি পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতে রাজি না হওয়ার সূত্র ধরেই মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাটি ঘটে।
×