ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোচনায় গীতিকবি এ মিজান

প্রকাশিত: ০৩:৩৭, ১৬ মে ২০১৭

আলোচনায় গীতিকবি এ মিজান

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ের তরুণ প্রতিভাবান গীতিকবি এ মিজান। বিভিন্ন অডিও এ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রের জন্যও নিয়মিত গান লিখছেন তিনি। তার লেখা একাধিক গান জনপ্রিয় হওয়ায় সম্প্রতি আলোচনায় এসেছেন তিনি। তাই গান নিয়ে তার ভেতরে স্বপ্নের শেষ নেই। নিজের ভেতরে আঁকা স্বপ্নকে সত্যি করতে একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি। কাজের মাধ্যমে এগিয়ে চলেছেন স্বপ্ন পূরণের পথে। মাটি ও মানুষকে উপজীব্য করে তার লেখা গান সহজেই আকৃষ্ট করে শ্রোতাদের। বর্তমানে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিজান। আগামী ঈদ-উল-ফিতরের জন্য ১০টি গানের কাজ ইতোমধ্যে শেষ করেছেন। আরও কয়েকটি কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া ৫টি চলচ্চিত্রের জন্য গান লিখছেন এই প্রতিভাবান গীতিকবি। গানগুলো দেশের জনপ্রিয় শিল্পীরা গাইবেন। সম্প্রতি এ মিজানের লেখা বেলাল খান ও সাবরিনের গাওয়া ‘পাতার বাঁশি’ এবং কাজী শুভ ও নদীর গাওয়া ‘রঙিলা আকাশ’ দুটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। দুটি গানই শ্রোতারা গ্রহণ করেছেন। শ্রোতাদের ভালবাসায় আনন্দিত মিজান। আগামী সপ্তাহে তার লেখা ‘চল হাঁটি’ শিরোনামে একটি নতুন গানের ভিডিও প্রকাশ হবে। গানটি নিয়ে আশাবাদী মিজান বলেন, সারাজীবন গানের মানুষ পরিচয়েই বেঁচে থাকতে চাই। গান লেখার জন্য সাড়া পাই, বেশ ভাল লাগে। অডিওর পাশাপাশি চলচ্চিত্রেও লিখছি। আরও বেশি বেশি চলচ্চিত্রে গান লিখতে চাই, তবে অডিওকে বাদ দিয়ে নয়। দুই মাধ্যমেই আমি ভাল কাজ উপহার দিতে চাই। একনিষ্ঠতার মাধ্যমে আরও ভাল গান লিখবেন মিজান। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×