ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নিয়ে জঙ্গীদের সুযোগ করে দিয়েছিলেন জিয়া ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ মে ২০১৭

জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নিয়ে জঙ্গীদের সুযোগ করে দিয়েছিলেন জিয়া ॥ বাণিজ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৩ মে ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আওয়ামী লীগ আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। তিনি আরও বলেন, দেশে আজ যে জঙ্গী তৎপরতা শুরু হয়েছে এর জন্য দায়ী জিয়াউর রহমান। তারা জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে জঙ্গীদের তৎপরতা চালানোর সুযোগ করে দিয়েছিল। আর এর ধারাবাহিকতায় হাওয়া ভবন থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং তার পরের বছর ৬২ জেলায় এক সঙ্গে বোমা হামলার ঘটনা ঘটায়। শনিবার সকালে পৌনে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভোলা সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবন উদ্ধোধনকালে বাণিজ্যমন্ত্রী এ সব কথা বলেন। মন্ত্রী এ সময় বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। আমাদের তরুণ সমাজ ভোলায় বসে আউট সোর্সিং করে টাকা অর্জন করতে পারে। এটাই ছিল শেখ হাসিনার স্বপ্ন। আমরা ৫ হাজারের বেশি ডিজিটাল সেন্টার খুলেছি। এমন কি আন্তর্জাতিক বিশ্বে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত কেনিয়ার রাজধানী নাইরোবিতে বলেছিলেন, আইসিটিতে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজিতে বাংলাদেশ এগিয়ে গেছে। ইতোমধ্যে বিশ্ব ব্যাংকের রেটিং-এ আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশের এক্সপোর্ট ছিল ১০ বিলিন ডলার। আর আমরা গত ৮ বছরে সেই এক্সপোর্ট বাড়িয়ে এবার হয়েছে ৩৭ বিলিয়ন ডলার। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন রিজার্ভ ছিল ৪ বিলিয়ন ডলার। সেই রিজার্ভ এখন ৩২ বিলিয়ন ডলার। বিএনপির সময় রেমিটেন্স আসত ৩/৪ বিলিয়ন ডলার, সেটা এখন প্রায় ১৫ বিলিয়ন ডলার। সকল ক্ষেত্রে আমরা অর্জন করেছি। তিনি আগামী নির্বাচনে গ্রামে গ্রামে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহ্বান জানান। বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, এই দল সেই দল, এই সাপ যদি আবার ক্ষমতায় আসে তা হলে ছোবল দিবে। মন্ত্রী আরও বলেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত এলজিইডির মাধ্যমে ভোলা সদর উপজেলায় ৪শ’ ১৪ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। আগামী দুই বছরের মধ্যে ভোলায় কোন কাঁচা রাস্তা থাকবে না। ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়া হবে। ভোলা-বরিশাল সড়ক পথের জন্য তেঁতুলিয়া নদীর উপর ব্রিজ নির্মাণে সম্ভাব্যতা যাচাইর কাজ চলছে। পদ্মা সেতু যারা নির্মাণ করছে সেই চীনা প্রতিষ্ঠান ভোলা বরিশাল ব্রিজ নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষিদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহাঃ সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ প্রমুখ। এর আগে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা মৎস্যভবন কাম ট্রেনিং সেন্টার ভবনের উদ্বোধন করেন।
×