ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তারিক আনাম-সুবর্ণার ‘বিকেল বেলার গল্প’

প্রকাশিত: ০৪:৩৪, ১৪ মে ২০১৭

তারিক আনাম-সুবর্ণার ‘বিকেল বেলার গল্প’

স্টাফ রিপোর্টার ॥ মা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালায় আজ রবিবার বিকেল ৫-৩০ মিনিটে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘বিকেল বেলার গল্প’। আনিসুল হকের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও সুবর্ণা মুস্তাফা। তবে নাটকটি নায়িকানির্ভর গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। তার বিপরীতে অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকে দেখা যায় একজন প্রেমিকা যখন স্ত্রী হয়ে যায় তখন প্রথম প্রথম প্রেম ঠিকই থাকে। কিন্তু একটা সময় ধীরে ধীরে জীবনযাত্রার মধ্যে এমন ব্যস্ত হয়ে যায় প্রেমিকরূপী স্বামী মানুষটি, যেন তার জীবনে মেয়েটির অস্তিত্বই বিলীন হয়ে যায়। এ বিষয়টিই এ নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নাটকে সুবর্ণা মুস্তাফা একজন মা। সে মা কিছু নিয়ম মেনে চলতে চান। যেমন খাওয়ার টেবিলে মোবাইল না নেয়া এ ধরনের কিছু নিয়ম-কানুন। এদিকে স্বামী জীবিকার প্রয়োজনে কাজে ব্যস্ত হয়ে যান। যে কারণে সব মিলিয়ে জীবন থেকে আসল ম্যাজিকটা চলে যায়। সে ম্যাজিক ফেরত আনার জন্য সবাইকে একটি ধাক্কা দিতে মা বাড়ি থেকে বেরিয়ে যান।
×