ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় জেলা পরিষদের ছয় গাছ সাবাড়

প্রকাশিত: ০৫:৩৯, ১৩ মে ২০১৭

গাইবান্ধায় জেলা পরিষদের ছয় গাছ সাবাড়

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ মে ॥ জেলা পরিষদের ৬টি মূল্যবান গাছ কেটে নেয়ার অভিযোগে স্থানীয় সাংবাদিক ও এনজিও কর্মকর্তাসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। কাটা গাছ স্বেচ্ছাসেবী সংগঠন গণউন্নয়ন কেন্দ্রের ভেতরেই রাখা হয়েছে। জেলা পরিষদের সার্ভেয়ার জহুরুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে সদর থানায় অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার সকালে গাইবান্ধা-সাঘাটা সড়কের নশরৎপুরে গণউন্নয়ন কেন্দ্রের কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাংবাদিক আফতাব হোসেন তার লোকজন দিয়ে জেলা পরিষদের ৫টি মেহগনি ও একটি আম গাছ কেটে নেয়। এ ঘটনায় আফতাব হোসেন ও এনজিও কর্মী হারুন নামের দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। সদর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি জরুরী ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রমাণিত হলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
×