ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোলার ছাদ

প্রকাশিত: ০৫:২৫, ১৩ মে ২০১৭

সোলার ছাদ

বিদ্যুত খরচ বাঁচাতে এবং এর অপব্যবহার রোধ করতে বাড়ির ছাদ সোলার সিস্টেমে করার কথা অনেকেই ভেবেছেন। এই সোলার ছাদ তৈরির জন্য ইতোমধ্যে অর্ডার নিতে শুরু করেছে মার্কিন গাড়ি সংস্থা টেসলা। এ বিষয়ে সম্প্রতি এক ঘোষণায় সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, তারা সোলার ছাদের জন্য এক হাজার ডলার জমা রাখছে। এ পদ্ধতিতে বাড়ির ছাদে জমা হবে সৌরশক্তি। টেসলার পক্ষ থেকে আরও জানানো হয়, বাড়ির এই সোলার টাইলসের জন্য খরচ হবে ৭৫ হাজার মার্কিন ডলারের বেশি। আর এই টাইলসের ওয়ারেন্টি ৩০ বছর পর্যন্ত। এই বছরে শুধু দুটি ডিজাইনের সোলার টাইলস পাওয়া যাবে এবং অতিরিক্ত আরও দুটি ডিজাইন ২০১৮ সালের মধ্যে বাজারে নিয়ে আসবে টেসলা। গতানুগতিক যে ধরনের ছাদের টাইলস আমরা দেখতে পাই তার থেকে এই সোলার টাইলস সম্পূর্ণ আলাদা। এই সোলার টাইলসের সবগুলো দেখতে একই রকম। কিন্তু এর মধ্যে থেকে কিছু টাইলস সূর্য থেকে শক্তি জমা করবে। এর মধ্যে অধিকাংশ ঘর ৪০ শতাংশ সক্রিয় সৌর কোষ যোগান দিতে পারবে, যা খরচ কমাতে সাহায্য করবে। তবে যেসব গ্রাহক এক বা একাধিক বৈদ্যুতিক গাড়ির চার্জ করবেন এখান থেকে তাদের অতিরিক্ত সৌরশক্তির প্রয়োজন পড়বে। Ñজিনিউজ
×