ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মনোহরই আইসিসির চেয়ারম্যান থাকছেন

প্রকাশিত: ০৫:৩৪, ১১ মে ২০১৭

মনোহরই আইসিসির চেয়ারম্যান থাকছেন

স্পোটস রিপোর্টার ॥ ২০১৬ সালে আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ভারতের শশাঙ্ক মনোহর। কিন্তু এক বছর ঘুরতে না ঘুরতেই জানিয়েছিলেন সরে যাবেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য তেমনটা করেননি। আইসিসির নতুন সংবিধান চূড়ান্ত হওয়া পর্যন্ত থেকে যাবেন এমনটাই জানিয়েছিলেন। সেই প্রক্রিয়া মোটামুটি সম্পন্নও হয়ে গেছে। আর এখন ২০১৮ সালের জুন পর্যন্ত চেয়ারম্যান পদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মনোহর। ২০১৬ সালের মে মাসে দুই বছরের চুক্তিতে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মনোহর। সেই হিসেবে তার দায়িত্ব পালন করার কথা ২০১৮ সালের জুন পর্যন্ত। নতুন এই সিদ্ধান্তের ফলে মেয়াদ পূর্ণ করেই বিদায় নেবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এই প্রধান। এ বছরের মার্চে ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন মনোহর। কিন্তু আইসিসির অন্যান্য পরিচালক তাকে অনুরোধ করেছিলেন যেন তিনি আরও কিছুদিন থেকে যান। কারণ সে সময় তিনি সরে দাঁড়ালে আইসিসির নতুন সংবিধান প্রণয়নের কাজটা পড়ে যেত অনিশ্চয়তার মুখে। শেষ পর্যন্ত সেই অনুরোধ আমলে নিয়ে আর পদত্যাগ করেননি। গত এপ্রিলে লভ্যাংশ ভাগাভাগি ও নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে একমত হয়েছে ক্রিকেটবিশ্ব। দুই ক্ষেত্রেই ভারত বিরোধিতা করলেও সেটা ধোপে টেকেনি।
×