ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ০৫:৩০, ১১ মে ২০১৭

ঝিনাইদহে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১০ মে ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ তিন যুবককে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে কোটচাঁদপুর শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑ কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহীন, কৃষ্ণ দাস ও রাজু আহমেদ। তাদের দুপুরের পর ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া মামলার বাদী ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে বুধবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা যুবলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলন ধর্ষণ মামলাটি মিথ্যা উল্লেখ করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা ও ধর্ষিতার স্বজনরা জানান, কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের এক নারী ও তার সঙ্গী পার্শ^বর্তী নলডাঙ্গা গ্রামের অপর এক যুবতী গত ৫ মে ঢাকা যাওয়ার উদ্দেশে কোটচাঁদপুর রেলস্টেশনে পৌঁছান। তারা রাত ১০টায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যাওয়ার জন্য রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন যুবক তাদের বিশ্রাম করার কথা বলে পার্শ্ববর্তী এক রিক্সা চালকের বাড়িতে নিয়ে যায়। সেখানে আটক রেখে রাতভর দুইজনকেই পালাক্রমে ধর্ষণ করা হয়। পরদিন ভোর ৬টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার (৯ মে) রাতে এক ধর্ষিতা কোটচাঁদপুর থানায় ৫ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলার আসামি কোটচাঁদপুর উপজেলা শহরের ট্রেন স্টেশনপাড়ার ফজলুর রহমানের ছেলে শেখ শাহীন, কলেজ বাসস্ট্যান্ডপাড়ার শৃকান্ত দাসের ছেলে কৃষ্ণ দাস ও কলেজ বাসস্ট্যান্ডপাড়ার হারেজ আলীর ছেলে রাজু আহমেদকে বুধবার সকালে কোটচাঁদপুর শহর থেকে পুলিশ গ্রেফতার করে। মামলার আরও দুই আসামি পলাতক রয়েছে বলে ওসি জানিয়েছেন। গ্রেফতারকৃতদের বুধবার বিকেলের দিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেয়। এদিকে মামলার বাদী ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরের পর কোটচাঁদপুর থেকে তাকে পুলিশ প্রহরায় সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ধর্ষণের শিকার দুইজনই ঢাকার গার্মেন্টস কর্মী বলে জানা গেছে।
×