ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নয়া ডিজি কৃষিবিদ গোলাম মারুফ

প্রকাশিত: ০৪:১৯, ৬ মে ২০১৭

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নয়া ডিজি কৃষিবিদ গোলাম মারুফ

স্টাফ রিপোর্টার ॥ কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেলেন কৃষিবিদ মোঃ গোলাম মারুফ। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি পদোন্নতি পেয়ে ডিএইর মহাপরিচালক হিসেবে তিনি মোঃ মনজুরুল হান্নানের স্থলাভিষিক্ত হন। কর্মজীবনে গোলাম মারুফ সুনামের সঙ্গে দায়িত্ব পালনের জন্য শ্রেষ্ঠ প্রকল্প পরিচালক হিসেবেও পুরষ্কৃত হন। দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প পরিচালক হিসেবে ২০১৬ সালে শ্রেষ্ঠ প্রকল্প পরিচালক হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে পুরষ্কৃত হন তিনি। একই বছর দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক হিসেবে যোগ দেন। মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত সুনামের সঙ্গে তিনি এ উইংয়ের দায়িত্ব পালন করছিলেন। গোলাম মারুফের জন্ম ঝিনাইদহের সম্ভ্রান্ত ও মুক্তিযোদ্ধা পরিবারে। ১৯৭৩ সালে তিনি হরিণাকু-ু হাইস্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। ১৯৭৫ সালে কেশবচন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করে ১৯৭৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন। ১৯৮১ সালে কৃতিত্বের সঙ্গে বিএসসি এজি (সম্মান) ডিগ্রী লাভ করেন। ১৯৮২ সালে তিনি বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডে তুলা উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে ১৯৮৬ সালে ব্রিটিশ সরকারের বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে যান এবং রেডিং বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে কীটতত্ত্ব বিষয়ে এমফিল ডিগ্রী লাভ করেন। দেশে ফিরে তুলা উন্নয়ন বোর্ডে কীটতত্ত্ব বিশেষজ্ঞ হিসেবে নিরলসভাবে কাজ করেন।
×